Header Ads Widget

Responsive Advertisement

উর্মিলা শ্রাবন্তী কর জীবনী | Urmila Sravanti Kar Biography

উর্মিলা শ্রাবন্তী কর। জীবনী, পরিবার, অভিনয় ও শিক্ষা।

 উর্মিলা শ্রাবন্তী কর বাংলাদেশের অন্যতম সেরা একজন মডেল ও অভিনেত্রী। তিনি এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তিনি শুধু নাটকেই অভিনয় করেননি বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। উর্মিলা ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তিনি সেই প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেন। মূলত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমেই তার মিডিয়া জগতে পথ চলা শুরু হয়। এই পোস্টে আমরা উর্মিলা শ্রাবন্তী কর এর পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।

উর্মিলা শ্রাবন্তী কর জীবনী

বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা। উর্মিলা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে তার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেছেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পূর্ণ করেন আইন বিষয়ে। তিনি তার ছোটবেলা থেকেই গান শিখেছেন। উর্মিলা রবীন্দ্রসংগীতের ওপর ছায়ানট থেকে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন। বর্তমান সময়ে তিনি ছোটপর্দায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তাছাড়া তিনি বিভিন্ন নাটকসহ ও বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করেছেন। উর্মিলা জন্মগ্রহণ করেন ১৮ জুলাই ১৯৯০ সালে সুতরাং বলা যেতে পারে তার বয়স ৩০ এর উপরে।

উর্মিলা শ্রাবন্তী কর পরিবার

উর্মিলার বাবার বাড়ি টাঙ্গাইল জেলায়। তার পিতার নাম অনন্ত কর। তার বাবা ছিলেন একজন মৃত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। তার মায়ের নাম তৃপ্তী কর। উর্মিলা তার এক ভাই ও দুই বোনের মধ্যে সবার চেয়ে ছোট। তিনি এক ব্যাংক কর্মকর্তা জয়দেব সিনহা রায় কে বিয়ে করেন। তাদের আশীর্বাদ হয় ২০১৪ সালের ১৭ অক্টোবর তার পরে ২০১৫ সালের এপ্রিল এ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

কর্মজীবন

উর্মিলা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পান লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে। তিনি তার অভিনয় জীবন শুরু করেন ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে। তিনি টিভি নাটকে ব্যস্ত শিল্পীদের মধ্যে অন্যতম একজন। তিনি তার অভিনয় জীবন শুরু করেন ২০১০ সালে তাহের শিপনের নির্দেশনায় জটিল প্রেম নামের একটি নাটকে অভিনয় করার মাধ্যমে।‌ উর্মিলা বিভিন্ন বিজ্ঞাপনেও মডেলিং করেছেন। এখন পর্যন্ত তিনি একাধিক বিজ্ঞাপনের মডেল হয়েছেন। বর্তমান সময়ে তিনি ছোট পর্দায় অভিনয় করার মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। তিনি ছোট পর্দায় অভিনয় করার মাধ্যমে তার ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন।

উর্মিলা শ্রাবন্তী কর নাটক

উর্মিলা এখন পর্যন্ত ছোটপর্দায় অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তিনি নাটক ছাড়াও বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার মধ্যে:

সায়েল: মাই সাউন্ড চ্যানেলে প্রকাশিত মনির খান পরিচালনায় এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব

নো এনসার: কাজল আরেফিন অমি পরিচালনায় বঙ্গবিডি চ্যানেলে প্রকাশিত এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেছেন আরফান নিশো

হাটা জামাই: বৈশাখী টিভি চ্যানেলে প্রকাশিত রুম্মান রনি পরিচালনায় এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত।

ভালোবাসার খুনসুটি: রিয়াদ তালুকদার পরিচালনায় আরটিভি ড্রামা চ্যানেলে প্রকাশিত এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেছেন আরফান নিশো

এছাড়াও উর্মিলা আরো অধিক নাটকে অভিনয় করেছেন। জটিল প্রেম, মেহমান’ ও রেদওয়ান, রনির, চলো সবাই ডায়েট করি, সোনার শিকল, মানিব্যাগ, চিরকুট, বৌ কিডন্যাপ, ভালোবাসার ইতিবৃত্ত, মাকড়শার জাল, তুমি মোরে ভুলাইসো, সার্কেল, একজন মিমির গল্প, যোগফল একই, সম্পর্কের নবায়ন, সম্পর্কের গল্প, তাইলে সেই কথাই রইলো, তবে তাই হোক ইত্যাদি আরো অসংখ্য নাটকে অভিনয় করেছেন উর্মিলা।

পুরস্কার ও সম্মাননা

উর্মিলা বাংলাদেশের ছোট পর্দায় অভিনয় জগতের অন্যতম সেরা একজন অভিনেত্রী। তিনি ছোট পর্দায় অভিনয় করে অসংখ্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন তার সুদক্ষ অভিনয়ে জন্য। অভিনেত্রী হিসেবে তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা মালিক।

সোশ্যাল মিডিয়া

উর্মিলা বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি শুধু বাংলাদেশ পরিচিত নন তার পরিচিতি সারাবিশ্বে। তাই তিনি বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিত্ব। উর্মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর মানুষ যার ফেসবুক ও ইনস্টাগ্রাম এ অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৩ লাখের উপরে এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২ হাজারের উপরে।

https://www.facebook.com/SrabontykarUrmila

https://instagram.com/urmila_skar?utm_medium=copy_link

উর্মিলা বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তিনি এখন পর্যন্ত তার দর্শকদের তার সেরা অভিনয় উপহার দিয়ে আসছেন। তার দর্শকরা সাগরে তিনি ভবিষ্যতেও তার সেরা অভিনয় দিয়ে কাজ করবেন।

উর্মিলা শ্রাবন্তী কর এর বয়স কত?

উর্মিলার বয়স ৩০ বছর (২০২১ সালে)

উর্মিলা শ্রাবন্তী কর এর উচ্চতা কত?

উর্মিলার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

উর্মিলা শ্রাবন্তী কর এর স্বামীর নাম কি?

উর্মিলার স্বামীর নাম জয়দেব সিনহা রায়।

উর্মিলা শ্রাবন্তী কর এর বাড়ি কোথায়?

উর্মিলার বাড়ি টাঙ্গাইল জেলায়।

Post a Comment

0 Comments