হৃদয় আহমেদ শান্ত। জীবনী, পরিবার, শিক্ষা ও কর্মজীবন।
হৃদয় আহমেদ শান্ত, একজন ইউটিউবার, কনটেন্ট, ক্রিয়েটর এমনকি অভিনেতা। তিনি তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ অন্যান্য ভিডিও শেয়ারিং
প্ল্যাটফর্মগুলোতে নিজের ভিডিও কনটেন্ট শেয়ার করে থাকেন। তার এই ভিডিওগুলো এতটাই আকর্ষণীয়
এবং ভালো লাগার মত যে বেশ অল্প দিনেই তিনি সকলের কাছে পরিচিত হয়ে যান। আমাদের আজকের
আর্টিকেলে তরুণ এই ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটর কে নিয়ে কথা বলব। জানতে চেষ্টা
করব হৃদয় আহমেদ শান্ত এর পরিচয়।
হৃদয় আহমেদ শান্ত ঢাকার ধানমন্ডি
এলাকায় বেড়ে ওঠা একজন তরুণ। তবে তিনি জন্মগ্রহণ করেছেন বরিশাল অঞ্চলে। অবশ্য তার
বেশ কিছু শর্ট ফিল্মের ভাষা দেখলেই বোঝা যায় তিনি বরিশাল অঞ্চলের মানুষ। বর্তমানে
তিনি হৃদয় আহমেদ শান্ত নামের এক ইউটিউব চ্যানেলের মালিক যার সাবস্ক্রাইবার সংখ্যা
1.8 মিলিয়ন। সোশ্যাল মিডিয়া ও একজন মানুষকে হিরো হিসেবে মানুষের কাছে উপস্থাপন করতে
পারে হৃদয় তারই একটা জ্বলন্ত উদাহরণ।
এছাড়াও তিনি তার ভিডিও কনটেন্ট
গুলোতে যেভাবে বাংলাদেশের আঞ্চলিক ভাষা গুলো ব্যাবহার করেন তাতে অনেকেই মনে করে তার
বাড়ি হয়ত নোয়াখালী অঞ্চলে। এছাড়াও তিনি পুরান ঢাকার ভাষাতেও ভিডিওতে অভিনয় করে
থাকেন। হৃদয় এর পরিবার সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। তবে তিনি 2001 সালের
9 অক্টোবর জন্মগ্রহণ করেন। এখন তার ফ্যান ফলোয়ার্স তাকে এক নামে চেনে এবং অনেক
মানুষ তার বেশ বড় ফ্যান।
হৃদয় আহমেদ শান্ত পরিবার ও লিখা পড়া
হৃদয় আহমেদ শান্ত সম্পর্কে অনলাইনে
খুব কম তথ্য রয়েছে। সেজন্য তার লেখাপড়ার সম্পর্কে এবং তার পরিবার সম্পর্কে তেমন বিস্তারিত
কোনো তথ্য জানা যায়নি। তার প্রাথমিক শিক্ষার ঢাকাতেই হয়েছে। এরপর তিনি মোহাম্মদপুর
সেন্ট্রাল ইউনিভার্সিটি কলেজ থেকে লেখাপড়া করেছেন। এখনো তার লেখাপড়া চলমান। তিনি
কনটেন্ট ক্রিয়েশন এবং ইউটিউবিং এর পাশাপাশি তার লেখাপড়া বেশ ভালোভাবে চালিয়ে যাচ্ছে।
কর্মজীবন
কন্টেন ক্রিয়েশন এর প্রথম দিকটা
ছোট ছোট ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু হলেও এখন তিনি বেশ গল্পনির্ভর শর্ট ফিল্ম গুলোতে
অভিনয় করছেন। আর এইসব ভিডিও গুলো সম্পূর্ণরূপে সোশ্যাল মিডিয়া এবং ভিডিও শেয়ারিং
প্ল্যাটফর্ম কে ঘিরে। তবে তিনি যেভাবে অভিনয় করে যাচ্ছেন এবং তাঁর অভিনয় কে আরো বেশি
বাস্তবধর্মী করে তুলছেন তাদের ধারণা করা হচ্ছে তিনি বেশ অল্প সময়ে একজন পেশাজীবী অভিনেতা
হবেন।
সোশ্যাল মিডিয়া
হৃদয় আহমেদ শান্ত এর জনপ্রিয়
হয়ে ওঠার পুরো গল্প সোশ্যাল মিডিয়া নির্ভর। সোশ্যাল মিডিয়াগুলি তাকে শূন্য থেকে
ওপরে উঠতে সহযোগিতা করেছে। আগেই বলেছি তিনি প্রায় প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে বেশ
জনপ্রিয়। আপনারাও চাইলে তার সোশ্যাল মিডিয়া গুলোতে তাকে ফলো করতে পারেন। নিচে তার
সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া হল।
https://www.youtube.com/channel/UCQjg0o48GhEIg8CHiyxQFlQ
https://www.facebook.com/hridoyahmadshanto
https://www.tiktok.com/discover/hridoy-ahmed-shanto?lang=en
https://www.instagram.com/hridoyahmed.shanto.1460/?hl=en
হৃদয় আহমেদ শান্ত সম্পর্কে আমরা
যে তথ্যগুলো সংগ্রহ করেছি এগুলো সম্পূর্ণ তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর
এবং অনলাইনে প্রাপ্ত তথ্য। তার সম্পর্কে কোনো তথ্য নির্ভর যোগ্য কোথাও পাওয়া
যায়নি। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সত্যতা যাচাই করে তথ্যগুলো আপনাদের জন্য উপস্থাপন
করার। তবে এর মধ্যে যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা
অবশ্যই সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব।
হৃদয় আহমেদ শান্ত এর ভক্তরা মনে
করে তিনি খুব অল্প সময়ে আরো বেশি জনপ্রিয় হবেন এবং আরো ভালো ভালো ভিডিও কনটেন্ট তার
দর্শকদের উপহার দেবেন। এছাড়াও তার অনেক ডাই হার্ড ফ্যান তাকে সোশ্যাল মিডিয়া এক্টর
থেকে মূল ধারার মিডিয়ার অ্যাক্টর হিসেবে দেখতে চায়। হয়তো সেটিও খুব অল্পদিনের সম্ভব
হবে। হৃদয় আহমেদ শান্ত এবং তার ভক্তদের জন্য অনেক শুভকামনা রইল।

0 Comments