সাবরিনা পড়শী। জীবনী, পরিবার, শিক্ষা ও কর্মজীবন।
পড়শী যিনি তার পরিবার এবং
বন্ধুবান্ধবের কাছে সাবরিনা পড়শী নামেও পরিচিত। তিনি বাংলাদেশের তরুণ একজন কণ্ঠশিল্পী। সেইসঙ্গে একজন রেডিও আরজে। ক্ষুদে গানরাজ ট্যালেন্ট
হান্টের মাধ্যমে উঠে আসা এই সংগীতশিল্পী সম্পর্কে সকল তথ্য আমাদের আজকের আর্টিকেলে
আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন পড়শীর পরিচয় জেনে নেওয়া যাক।
30 শে জুলাই 1996 সালে ঢাকার উত্তরায়
জন্মগ্রহণ করেন বর্তমানে অন্যতম জনপ্রিয় এই কণ্ঠশিল্পে। উত্তরায় জন্মগ্রহণ করলেও
তাদের পরিবারের আদি নিবাস কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সেখানেই
মৌলভীপাড়া নামে ছোট্ট এক গ্রামে তার দাদার বাড়ি এবং তার পিতার বড় হওয়া। তাদের
পরিবার মুসলিম পরিবার এবং বেশ ঐতিহ্যবাহী একটি পরিবার। ব্রাহ্মণবাড়িয়া থেকে
বিভিন্ন কারণে ঢাকায় চলে আসে তার পরিবার। তবে এখনও সেখানে তার বাবার ঘনিষ্ঠ
আত্মীয় স্বজন বসবাস করছে। ঢাকায় আসার পরেই মূলত গানের দিকে একটি আলাদা ঝোঁক
অনুভব করেন তিনি এবং তখন থেকেই গানের দিকে এগিয়ে যান। পিতা-মাতার পাশাপাশি পড়শীর
একটি ভাই রয়েছে। তবে তার পরিবার সম্পর্কে আর্টিকেলের পরবর্তী অংশে আমরা আরো
বিস্তারিত জানতে পারবো।
সাবরিনা পড়শী পরিবার
বন্ধুরা আগেই বলেছি পড়শী এক মুসলিম পরিবারে
জন্মগ্রহণ করেছে। পিতার আদিবাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে হলেও চাকরির কারণে তার পিতা
এসানুর রশিদ ঢাকায় চলে আসেন। তিনি পেশায় মূলত একজন প্রকৌশলী। পড়শীর মায়ের নাম
জুলিয়া হাসান, তিনি একজন গৃহিনী। এছাড়াও তাদের পরিবারের আরও একজন গুরুত্বপূর্ণ
সদস্য হচ্ছে তার একমাত্র ভাই সিফাত হাসান স্বাক্ষর। পড়শী এখনো অবিবাহিত এবং তার
পরিবারের অন্য আর কোনো সদস্য নেই। তবে আশা করা যাচ্ছে খুব অল্প সময়েই পড়শী তার
একাকী জীবনের ইতি টানবেন এবং পরিবারের নতুন সদস্য যুক্ত হবে।
সাবরিনা পড়শী শিক্ষা
পড়শীর শিক্ষিত পরিবারে জন্ম। তাইতো নিজেরও
শিক্ষার ক্ষেত্রে বেশ আগ্রহ ছিল। ছোটবেলায় বিভিন্ন স্কুলে পড়লেও তার পড়ালেখার
মূল ভিত্তিটা গড়ে উঠেছিল অক্সফোর্ড ফাউন্ডেশন স্কুল এর মাধ্যমে। সেখানে তিনি খুব
ভালো শিক্ষার্থীর পরিচয় দিয়েছেন। তারপরে ছিলেন ভিকারুন্নেসা নুন স্কুলে, যেটি
ঢাকার মধ্যে ঐতিহ্যবাহী একটি স্কুল। এই স্কুল থেকে লেখাপড়া শেষ করে পড়শী
ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে পড়াশোনা করেন। তার লেখাপড়া সম্পর্কে শুধুমাত্র
এই তথ্যগুলো পাওয়া যায়। এই ব্যাপারে অন্য আর কোন তথ্য পাওয়া যায়নি।
সাবরিনা পড়শী কর্মজীবন
একজন সংগীতশিল্পী হওয়ার পাশাপাশি পড়শী একজন অভিনেত্রী, প্লেব্যাক সিঙ্গার, এমনকি রেডিও আরজে। তবে সকলেই তাকে একজন সংগীতশিল্পী হিসেবে চেনে। ছোটবেলায় সরকারিভাবে আয়োজিত কমল কুরি নামক এক সংগীত প্রতিযোগিতার মাধ্যমে তিনি উঠে আসেন। 2007 সালের সেই আসরে পড়শী বিজয়ী হন। সেখান থেকে 2008 সালে চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ প্রোগ্রামের মাধ্যমে তিনি আরো বেশি জনপ্রিয়তা পান। 2008 সালে চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ এই প্রোগ্রামে রানারআপ হয়েছেন। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2009 সালে তার প্রথম গান চলচ্চিত্রে সংযোজিত হয়। আর তারপর থেকেই একের পর এক অ্যালবাম এবং মিউজিক ভিডিও করে আসছেন তিনি। পড়শী সহ সংগীতশিল্পী হিসেবে আরেফিন রুমি, হাবিব ওয়াহিদ, হৃদয় খান, ইমন সাহা, ইমরান মাহমুদুল সহ আরো অনেক জনপ্রিয় কন্ঠ শিল্পীদের সঙ্গে কাজ করেছেন।
সাবরিনা পড়শী পুরস্কার
ও সম্মাননা
একজন সংগীতশিল্পী হিসেবে বলেন অথবা একজন
সেলিব্রেটি হিসেবে, একজন মানুষের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ভক্তদের ভালোবাসা। তবে
এছাড়াও কাজের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন পুরস্কার সকলেই
প্রত্যাশা করেন। মাত্র কয়েক বছরের সংগীত ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত
একবার মেরিল প্রথম আলো পুরস্কার,
একবার সুইট ড্রিম কালচারাল অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি কর্তৃক
আয়োজিত সেরা কন্ঠশিল্পী নারীর পুরস্কার পেয়েছেন। এছাড়াও 2010 ও 11 সালে সেরা
নারী কন্ঠ শিল্পী হিসেবে মনোনীত হলেও বিজয়ী হতে পারেননি। তবে মেরিল প্রথম আলো
পুরস্কার জন্য মনোনীত হওয়া ও সম্মানের।
সাবরিনা পড়শী সোশ্যাল
মিডিয়া
বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটি মানুষ
সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একজন আরেকজনের
সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম। এর থেকে কোন সেলিব্রেটি ও পিছিয়ে
নেই। পিছিয়ে নেই আমাদের আজকের আলোচনার কণ্ঠশিল্পী পড়শী ও। সামাজিক যোগাযোগ
মাধ্যমের প্রায় প্রতিটি প্লাটফর্মে তিনি বেশ জনপ্রিয়। ফেসবুকে তার ফলোয়ার
সংখ্যা প্রায় 5.9 মিলিয়ন। এছাড়াও ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 90
হাজারের কাছাকাছি। এই সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। ইনস্টাগ্রামেও অনেক
জনপ্রিয় তিনি। তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা 2 মিলিয়ন। টুইটারেও
পিছিয়ে নেই। চাইলে আপনিও পড়শীকে ফলো করতে পারেন। নিচে তার ভেরিফাইড সোশ্যাল
মিডিয়া একাউন্টগুলোর লিংক দেওয়া হল।
https://www.instagram.com/porshi/?hl=en
https://web.facebook.com/porshionlinee?_rdc=1&_rdr
https://www.youtube.com/channel/UCJIS91IWSBY5h_imKACNT6g
https://twitter.com/porshi?lang=en
বন্ধুরা আমাদের সকলের প্রিয় কণ্ঠশিল্পী
পড়শী নিয়মিত আরো ভালো কাজ করবে এবং সেগুলো আমাদেরকে উপহার দেবে এটাই আমাদের
সকলের প্রত্যাশা। পড়শী সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না।
আমাদের অন্যান্য সেলিব্রিটি সম্পর্কেও জানতে পারেন এই ওয়েবসাইট থেকে। বাঙালি
ডটকমের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সাবরিনা পড়শী বয়স কত ?
২০২১ সালে পড়শীর বয়স ২৫ বছর।
সাবরিনা পড়শী কি বিবাহিত?
না, সে এখনও অবিবাহিত।
সাবরিনা পড়শী উচ্চতা কত?
তার উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি।
সাবরিনা পড়শী বাড়ি কোথায় ?
পড়শীর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
তবে ঢাকায় তারা উত্তরা তে থাকে।

0 Comments