সাদিয়া
জাহান
প্রভা।
জীবনী,
নাটক,
অভিনয়
ও
শিক্ষা।
সাদিয়া জাহান প্রভা বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তার মিডিয়া জগতে আগমন ঘটে মডেলিংয়ের মাধ্যমে। তিনি বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করার মাধ্যমে কত জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয় বিবাহ ও বিবাহ বিচ্ছেদের কারণে। এ পোস্টে আমরা সাদিয়া জাহান প্রভার পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।
সাদিয়া জাহান প্রভার জীবনী
বাংলাদেশের শরীয়তপুর জেলার জন্মগ্রহণ করেন প্রভা। প্রভার সহপাঠী রাজিব আহমেদের সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে। তাদের বাগদান সম্পন্ন হয় ২০১০ সালের ১৬ই এপ্রিল। বাগদান সম্পন্ন হওয়ার পরেও ২০১০ সালের ১৮ই আগস্ট প্রভা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। এতে রাজিব ক্ষুব্ধ হয়ে রাজিব প্রভার সঙ্গে তার একান্ত ব্যক্তিগত ভিডিও প্রকাশ করেন। এর ফলে তার ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য অভিনেতা অপূর্বর সাথে প্রভার বিবাহবিচ্ছেদ হয় ২১ ফেব্রুয়ারি ২০১১ সালে। ২০১১ সালের ১৯শে ডিসেম্বর বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করার পর প্রভা তার অভিনয় জীবনে সাময়িক বিরতি আনেন। প্রভা ও মাহমুদের বিচ্ছেদ ঘটে ২০১৪ সালে। ২০১৩ সালের মার্চে প্রভা আবার অভিনয় জগতে ফেরত আসেন। প্রভা জন্মগ্রহণ করেন ১৯৮৮ সালে অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ৩৪ এর কাছাকাছি।
সাদিয়া জাহান প্রভার শিক্ষা
প্রভা মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ২০০৬ সালে। এরপর তিনি বিবিএ কোর্সে ভর্তি হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু তা শেষ করতে অসমর্থ হয় ব্যক্তিগত কারণে। পরবর্তীতে তিনি শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধীনে ফ্যাশন ২০১১ সালে ডিজাইনের উপর পড়াশোনা শুরু করেন।
সাদিয়া জাহান প্রভার পরিবার
প্রভার বাবার নাম মুজিবুর রহমান ও তার মার নাম কল্পনা রহমান। প্রভার বাবা একজন পেশাজীবী ও তার মা একজন প্রাক্তন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। প্রভার দুই বোন ও এক ভাই রয়েছে।
সাদিয়া জাহান প্রভার কর্মজীবন
২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। এরপর তিনি বিজ্ঞাপনে অভিনয় এর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে এবং তিনি অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। তবে তিনি এখনো পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি। আশা করা যায় তাকে চলচ্চিত্রে ও দেখা যাবে।
সাদিয়া জাহান প্রভার নাটক
§
প্যারাগ্রাফ: মুসাফির রনি পরিচালিত এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেন ফারহান আহমেদ জোভান। এই নাটকটি মুক্তি পায় গোল্লাছুট এন্টারটেইনমেন্ট থেকে।
§
বোধ: ২০১৯ সালের মুক্তি পাওয়া এই নাটক পরিচালনা করেন সুমন আনোয়ার এবং তার পাশাপাশি অভিনয় করেন ফারহান আহমেদ জোভান।
§
সবার উপরে ভালোবাসা সত্য: আরটিভি ড্রামা চ্যানেলে সরদার রোকন পরিচালিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেন আব্দুন নূর সজল।
§
আমি যে কে তোমার: ২০১৯ সালে আদর সোহাগ পরিচালিত এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেন মনোজ প্রামাণিক।
এছাড়াও তিনি আরও অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। পয়েন্ট থ্রী, রিয়া এখন রাজি, রুমালি, সোয়া সের, সুইসাইড, টি টোয়েন্টি, টোনা টুনির গল্প, ভাল থেকো ভাল রেখো, ভার্সন জেড ইত্যাদি নাটকে তিনি অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন।
সাদিয়া জাহান প্রভার পুরস্কার ও সম্মাননা
প্রভা নাটকে অভিনয় করার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি নাটকে অভিনয় করার মধ্য দিয়ে অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি অর্জিত পুরস্কার ও সম্মাননা লাভ করে তার নাটকে অভিনয়ে জনপ্রিয়তার মাধ্যমে।
সাদিয়া জাহান প্রভার সোশ্যাল মিডিয়া
প্রভার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারির অভিনেত্রী যার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার সংখ্যা ১০ লাখের উপরে। প্রভার ইনস্টাগ্রাম পেজটি ভেরিফাইড।
§
https://m.facebook.com/sjprovaofficial/?tsid=0.43636156187619557&source=result
§
https://instagram.com/sadiajahanprova_prova?utm_medium=copy_link
§
https://youtube.com/channel/UCxJeyzxQkadMR5rD2rGp4oA
প্রভা বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে প্রভা সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে।
প্রভার বয়স কত?
প্রভার বয়স ৩৩ বছর।
প্রভার উচ্চতা কত?
প্রভার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
প্রভার জন্মদিন কবে?
প্রভার জন্মদিন ১৩ ফেব্রুয়ারি।
সাদিয়া জাহান প্রভা স্বামী কে?
প্রভার স্বামী জিয়াউল ফারুক অপূর্ব।

0 Comments