Header Ads Widget

Responsive Advertisement

সাবিলা নুর এর জীবনী | Biography of Sabila Nur

সাবিলা নূর। জীবনী, লেখাপড়া ও পরিবার।

সাবিলা নূর বাংলাদেশের একজন জনপ্রিয় টিভি অভিনেত্রী এবং মডেল। একই সঙ্গে তিনি নাটক এবং টিভি কমার্শিয়ালে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। নাটকে খুবই পরিচিত মুখ এখন তিনি। সর্বপ্রথম সবচেয়ে বেশি পরিচিতি অর্জন করেন “ইউটার্ন” টেলিফিল্ম এর মাধ্যমে।  সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এছাড়াও “মাংকি বিজনেস” নামে একটি নাটকে সাবিলা নূর ইমাজিনারি গার্ল নামেও বেশ পরিচিতি পেয়েছেন। আমাদের আজকের আর্টিকেলে আমরা বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এছাড়াও তার জীবনী, ব্যক্তিগত জীবন, লেখাপড়া, পরিবার, এমনকি নাটকে ক্যারিয়ার নিয়েও সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব।



সাবিলা নুর এর জীবনী

সাবিলা নুর 1995 সালের 27 শে মে জন্মগ্রহণ করেন। 2021 সালে তার বয়স প্রায় 26 বছর। সাবিলা নুরের পৈতৃক নিবাস বাংলাদেশের চট্টগ্রামে। সেখানেই বেড়ে ওঠা। তবে একটু বড় হওয়ার পরেই ঢাকাতে চলে আসে তার পরিবার। ছোটবেলা থেকে নাচের প্রতি বেশ আগ্রহ ছিল তার। পরিবার তাকে সহযোগিতা করেছে নাচের ব্যাপারে। সাবিলা নুর এর নাচ শেখা শুরু হয় ললিতকলা একাডেমী থেকে। তার ছোটবেলা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এছাড়াও তার লেখাপড়া সম্পর্কেও খুব তথ্য জানা নেই তার পরিবারের সদস্য ছাড়া অন্য কারো।

সাবিলা নূরের লেখাপড়া

সাবিলা নূর ছোটবেলাতেই চট্টগ্রামে তার লেখাপড়া শেষ করেছে। তার নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল ললিতকলা একাডেমী। তবে এখন তিনি ইংরেজি সাহিত্য এবং ভাষার উপরে অনার্স করছেন। তার অধ্যায়নরত বিশ্ববিদ্যালয় এর নাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আগেই বলেছি তার লেখাপড়ার সম্পর্কে তেমন কোনো তথ্য তিনি কোন মাধ্যমের কাছে প্রকাশ করেননি। তাই তার লেখাপড়া সম্পর্কে এর বেশি তথ্য জানা যায় না।

সাবিলা নুরের পরিবার

সাবিলা নুর এর জন্ম চট্টগ্রামের শিক্ষিত এবং বনেদি পরিবারে। তার পিতা নুরুল করিম ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা। তার মায়ের নাম নুসরাত জাহান। পরিবার থেকে বেশ সহযোগিতা পেয়েছেন তিনি। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনয় শিল্পী এখন বিবাহিত। তার স্বামীর নাম নেহাল তাহের। এই দুইজন এখন পর্যন্ত বেশ ভালোভাবেই তাদের সংসার চলমান রেখেছে।

সাবিলা নূরের ক্যারিয়ার

প্রথমদিকে সাবিলা নুর এর অভিনয় জগতের যাত্রা শুরু হয় বাংলাদেশের বিখ্যাত টেলিকম কম্পানি গ্রামীণফোনের হাত ধরে। এ প্রতিষ্ঠানের জন্য তিনি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনা করে জনপ্রিয় হয়েছেন। এরপরে আর কোন ভাবে পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি এবং এখন পর্যন্ত অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। তিনি Gazi TV এবং বৈশাখী টেলিভিশনে গুরুত্বপূর্ণ দুটি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। অসাধারণ অভিনয়ের জন্য 2014 সালে তিনি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।

সাবিলা নূরের সোশ্যাল মিডিয়া

নিজের ফলোয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো সবচেয়ে ভালো। এছাড়াও সেলিব্রিটিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে বড় একটি প্লাটফর্ম যেখানে তারা নিজের অবসর সময় কাটাতে পারে। সাবিলা নুরের ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পদযাত্রা বেশ পুরনো এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ জনপ্রিয়। সাবিলা নূরের ফেসবুক একাউন্ট এবং ইনস্টাগ্রাম একাউন্ট এর লিংক নিচে দেওয়া হলো। আপনারা চাইলে তাকে ফলো করতে পারেন। ফেসবুকে তার বর্তমান ফলোয়ার সংখ্যা 2.6 মিলিয়ন। অন্যদিকে ইনস্টাগ্রামে এই সংখ্যা 2.1 মিলিয়ন এর কাছাকাছি। 

https://www.instagram.com/sabla.babla/?hl=en

https://www.facebook.com/Sabilanursablabablaofficial

সাবিলা নূরের নাটক

সাবিলা নূর এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করেছেন তারই নাটকগুলোর মধ্যে প্রায় প্রত্যেকটি দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয় তার কিছু কিছু নাটক এখনো অনেকের দেখা সবচেয়ে আকর্ষণীয় নাটক তার অভিনীত বিখ্যাত কয়েকটি নাটকের নাম নিচে দেওয়া হল।

মেঘ এনেছি ভেজাঃ সাবিলা নূর এর সবচেয়ে জনপ্রিয় নাটকগুলোর মধ্যে এটি অন্যতম। “মেঘ এনেছি ভেজা” নাটকটি ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক। এই নাটকে তারসঙ্গে অভিনয় করেছিলেন সিয়াম আহমেদ। এটিও বেশ জনপ্রিয় একটি প্রেমের নাটক।

ইউ টার্নঃ সাবিলা নুর এর সর্ব প্রথম দিককার সবচেয়ে জনপ্রিয় নাটকগুলোর মধ্যে ইউটার্ন একটি এই নাটকটিতে তিনি অসম্ভব ভাল অভিনয় করেছেন এ নাটকে তার সঙ্গে আরও অভিনয় করেছেন বর্তমান সময়ের আরও এক বিখ্যাত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং পুরুষ একটা হিসেবে ছিলেন তৌসিফ মাহবুব। “ইউ টার্ন” প্রচারিত হয়েছিল একুশে টিভিতে।

মিস ফায়ারঃ  এটি সাবিলা নূর আরও একটি জনপ্রিয় নাটক। এই নাটকে তার সঙ্গে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম এবং সালমান মুক্তাদির।

সাবিলা নুর এর বিখ্যাত আরো নাটকগুলোর মধ্যে রয়েছে “মাংকি বিজনেস”, “টিন টিন”, “কেমিস্ট্রি”, “বুলেট প্রুফ মেরেজ” আরো অসংখ্য।

সামনে তিনি আরো ভালো নাটক উপহার দিবেন সেটাই প্রত্যাশা। হয়ত খুবই অল্প দিনেই তাকে বড় পর্দায়ও দেখা যেতে পারে।

সাবিলা নূরের বাসা কোথায়?

সাবিলা নূরের বাসা চট্টগ্রামে।

সাবিলা নূরের উচ্চতা কত?

সাবিলা নূরের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

সাবিলা নূরের জন্ম তারিখ কত?

সাবিলা নূরের জন্ম 1995 সালের 27 শে মে।

সাবিলা নূরের স্বামীর নাম কি?

সাবিলা নূরের স্বামীর নাম নেহাল তাহের।

সাবিলা নূরের পিতার নাম কি?

সাবিলা নূরের পিতার নাম নুরুল করিম।

Post a Comment

0 Comments