Header Ads Widget

Responsive Advertisement

নুসরাত ফারিয়ার জীবনী | Biography of Nusrat Faria

নুসরাত ফারিয়া। জীবনী, শিক্ষাজীবন ও বিখ্যাত কর্ম।

নুসরাত ফারিয়া মাজহার হলেন বাংলাদেশের মিডিয়া জগতের অন্যতম পরিচিত মুখ। তিনি একাধারে উপস্থাপিকা, মডেল এবং চিত্রনায়িকা। বাংলাদেশ এবং কলকাতার সিনেমার পর্দায় গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়ার কদর রয়েছে আকাশ ছোয়া। ভিন্নধর্মী উপস্থাপনা দিয়ে খ্যাতি পাওয়া নুসরাত ফারিয়ার চলচিত্রে অভিষেক ঘটে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচিত্র “আশিকি” এর মাধ্যমে। ২০২০ সালের মার্চ মাসে নুসরাত ফারিয়া তার দীর্ঘ দিনের পরিচিত রনি রিয়াদ রশিদ কে ঘরোয়াভাবে আংটি পরান। তবে তাঁদের বিয়ের দিন তারিখ এখনো জনসমক্ষে প্রকাশ করেননি। 

 


নুসরাত ফারিয়ার জীবনী

একজন সেনা কর্মকর্তার নাতনী নুসরাত ফারিয়ার জন্ম চট্টগ্রামে। ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর জন্ম গ্রহন করা নুসরাত ফারিয়ার শৈশব কেটেছে ঢাকা ক্যান্টনমেন্টে। ছোট বেলায় স্বপ্ন দেখতেন সেনা কর্মকর্তা হওয়ার। তার পারিবারিক নিবাস বর্তমানে ক্যান্টনমেন্টেই। নুসরাত ফারিয়ার টেলিভিশনের পর্দায় প্রথমবার নিজের পদচারনা ফেলেন বিটিভিতে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে। পরিবারে বাবা মা ছারাও নুসরাত ফারিয়ার একটি বড় বোন ও ভাই রয়েছেন। 

নুসরাত ফারিয়ার শিক্ষাজীবন 

২০১০ সালে নুসরাত ফারিয়া শহীদ বীর উত্তম লেফটেনেন্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন। তারপর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ২০১২ সালে এইচএসসি পাশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি তে ভর্তি হন। সেখান থেকে নুসরাত ফারিয়া বিবিএ ডিগ্রি নেন। বর্তমানে তিনি ব্রিটিশ কাউন্সিল থেকে আইনের উপর ডিগ্রি নিচ্ছেন।

নুসরাত ফারিয়ার বিখ্যাত কর্ম 

২০১৩ সালের জানুয়ারিতে ভারতের বিখ্যাত শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন নুসরাত ফারিয়া। তার উপস্থাপিত টেলিভিশনের বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আরটিভির ‘লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া’, এসএ টিভির ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’, এটিএন বাংলার ‘ট্রেন্ড’, জিটিভির ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’ এবং এনটিভির ‘স্টাইল অ্যান্ড ট্রেন্ড’। এছাড়াও রেডিও জকি হিসেবেও নুসরাত ফারিয়া ছিলেন দারুন সমাদৃত। রেডিও ফুর্তিতে ‘নাইট শিফট উইথ ফারিয়া’ ছিলো রেডিও শ্রোতাদের মধ্যে দারুন সাড়া জাগানো একটি অনুষ্ঠান।

তারপর এক সময় জাজ মাল্টিমিডিয়া তাঁদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচিত্র “প্রেমী ও প্রেমী”র নায়িকা হিসেবে ঘোষণা দেন। যদিও শেষ পর্যন্ত এটি তার মুক্তি পাওয়া প্রথম চলচিত্র ছিলো না। নুসরাত ফারিয়ার প্রথম চলচিত্র “আশিকি” ছাড়াও কিছু বিখ্যাত চলচিত্র হলো, হিরো ৪২০, বাদশাহ দ্য ডন, প্রেমী ও প্রেমী, ধ্যাত্তেরিকি, বস ২, ইন্সপেক্টর নটি কে, ডিটেকটিভ, শাহেনশাহ ইত্যাদি। 

নুসরাত ফারিয়া তার “আশিকি” চলচিত্রের জন্য সেরা নবীন নায়িকা হিসেবে ২০১৫ সালে মেরিল প্রথম আলো পুরস্কার জয় করেন। তারপর ২০১৭ সালে তার আরেকটি জনপ্রিয় চলচিত্র “বাদশাহ দ্য ডন” এর জন্য শ্রেষ্ঠ নায়িকা হিসেবে টেলি সিনে এ্যাওয়ার্ড জয় করেন নুসরাত ফারিয়া। 

নুসরাত ফারিয়ার জন্ম কোথায়?

নুসরাত ফারিয়ার জন্ম চট্টগ্রাম।

নুসরাত ফারিয়ার জন্ম কত তারিখ?

নুসরাত ফারিয়ার জন্ম তারিখ ৮ সেপ্টেম্বর, ১৯৯৩।

নুসরাত ফারিয়ার জাতীয়তা কী?

নুসরাত ফারিয়ার জাতীয়তা বাংলাদেশী।

নুসরাত ফারিয়ার উচ্চতা কত?

নুসরাত ফারিয়ার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।

নুসরাত ফারিয়ার প্রথম চলচিত্রর নাম কী?

নুসরাত ফারিয়ার প্রথম চলচিত্রর নাম আশিকি।

নুসরাত ফারিয়ার প্রিয় সঙ্গীত শিল্পী কে?

নুসরাত ফারিয়ার প্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল।

নুসরাত ফারিয়ার প্রিয় খেলোয়ার কে?

নুসরাত ফারিয়ার প্রিয় খেলোয়ার সাকিব আল হাসান

নুসরাত ফারিয়ার সোশ্যাল মিডিয়া

https://www.facebook.com/nusraatfariaofficial/

https://www.instagram.com/nusraat_faria/?hl=en

Post a Comment

0 Comments