মিশু সাব্বির। নাটক, জীবনী, পরিবার ও শিক্ষা।
মিশু সাব্বির বাংলাদেশের একজন
জনপ্রিয় অভিনেতা। তিনি ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটক এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা
লাভ করেন। তিনি এখন পর্যন্ত অনেকক নাটক, ধারাবাহিক নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়
করে তিনি এখন দর্শকের কাছে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে আখ্যায়িত হয়েছেন। এই পোস্টটে
আমরা মিশু সাব্বির এর পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব
মিশু সাব্বির এর জীবনী
বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ
করেন অভিনেতা সাব্বির। তিনি এখন পর্যন্ত অনেক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার
পুরো নাম সাব্বির হোসেন মিশু। তিনি টেলিকমিউনিকেশান বিষয় এর উপর বিএসসি ডিগ্রি অর্জন
করেন ইনডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ থেকে। তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার
পয়েন্ট এ শুভ নামক চরিত্রে অভিনয় করার মাধ্যমে তিনি অনেক জনপ্রিয়তা লাভ করেন। সাব্বির
জন্মগ্রহণ করেন ১৯৮২ সালে অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ৩৯ এর কাছাকাছি।
মিশু সাব্বির এর পরিবার
সাব্বিরের পরিবার সম্পর্কে কোনো
সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে সাব্বিরের মায়ের নাম সালেহা বেগম। তার স্ত্রীর নাম শাম্মা
হলুদ। ২০১৩ সালের ২৭ ডিসেম্বর ঢাকার ধানমন্ডিস্থ হোয়াইট হল কমিউনিটি সেন্টারে বিয়ে
করেন তারা। তার স্ত্রী একজন ফার্মাসিস্ট। তাদের একটি কন্যাসন্তান ও আছে। সাব্বির তার
পরিবার সম্পর্কে তেমন কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নি তাই সিয়াম
এর পরিবার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
কর্মজীবন
সাব্বির একজন জনপ্রিয় নাটক, ধারাবাহিক
নাটক ও চলচ্চিত্র অভিনেতার পাশাপাশি তিনি একজন ইঞ্জিনিয়ার। তার অভিনয় শুরু হয় ২০০৯
সালে রেদওয়ান রনি ও ইফতেখার ফাহমি পরিচালিত হাউস ফুল মেগা সিরিয়ালের মাধ্যমে। তারপর
থেকে তিনি অনেক ধারাবাহিক নাটক, বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে আসছেন। তারমধ্যে
ব্যাচেলর পয়েন্ট নামক ধারাবাহিক নাটকে অভিনয় করে তিনি দর্শকদের কাছে একজন জনপ্রিয়
অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
মিশু সাব্বির নাটক ও চলচ্চিত্র
সাব্বির এই পর্যন্ত অধিক নাটক
ও চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয়
অভিনেতা।
চলচ্চিত্র
ভালোবাসা এমনই হয়: চ্যানেল আই টিভিতে পরিবেশিত এই চলচ্চিত্রে তার পাশাপাশি অভিনয় করেছেন ইরফান
সাজ্জাদ ও বিদ্যা
সিনহা মীম।
নাটক
ভিকারি: ডেডলাইন
এন্টারটেনমেন্ট চ্যানেলে পরিবেশিত মাহবুর রশিদ বান্নাহ পরিচালনায় এই নাটকে তার পাশাপাশি
অভিনয় করেছেন পার্সা ইভানা ও রাশেদ আমরান।
ব্যাচেলর পয়েন্ট: কাজল
আরেফিন অমি পরিচালনায় এই ধারাবাহিক নাটকে তার পাশাপাশি অভিনয় করেছেন তৌসিফ মাহবুব,জিয়াউল
হক পলাশ, শামীম হাসান সরকার, সাবিলা
নূর, সানজানা সরকার রিয়া ও চাষী আলম।
ব্যাচেলর কোয়ারেন্টিন: ধ্রুব টিভি চ্যানেলে পরিবেশিত কাজল আরেফিন অমি পরিচালনায় এ নাটকে তার
পাশাপাশি অভিনয় করেছেন তৌসিফ
মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও শামীম হাসান সরকার।
নেটওয়ার্ক বিজি: কাজল
আরেফিন অমি পরিচালনায় মাছরাঙ্গা টিভি অফিশিয়াল চ্যানেলে পরিবেশিত এই নাটকে তার পাশাপাশি
অভিনয় করেছেন শামিম হাসান সরকার, নাদিয়া মিম ও জিয়াউল হক পলাশ।
সাব্বিরের অভিনিত নাটক এর মধ্যে
ব্যাচেলর ট্রিপ, ব্যাচেলর লকডাউন, আরেকটি সন্দেহের গল্প, বাবু এখন ভাইরাল, প্রেম একটি
মারাত্মক ব্যাধি, ফিমেল ও মেয়েটি বেবি ছেলেটি বাবু ইত্যাদি নাটকে অভিনয় করেছেন তিনি।
এছাড়া সাব্বির আরও অধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি এখন বাংলাদেশের জনপ্রিয়
মুখ।
পুরস্কার ও সম্মাননা
সাব্বির এখন পর্যন্ত অনেক নাটকে
অভিনয় করেছেন। তিনি নাটকে অভিনয় করে শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গে ও ব্যাপক
সাড়া ফেলেছে। তিনি নাটকে অভিনয় করার মাধ্যমে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
তিনি ব্যাচেলার পয়েট ধারাবাহিক নাটকে শুভ নামক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়
হয়েছেন। তিনি অভিনয় করে অনেক অর্জিত পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।
সোশ্যাল মিডিয়া
সাব্বিরের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে
অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের
প্রথম সারীর অভিনেতা যার ফেসবুক ও ইনস্টাগ্রাম অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ফেসবুক পেজের
ফলোয়ার সংখ্যা ২০ লাখের উপরে এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২ লাখের উপরে। শাকিবের
ফেসবুক পেজটি ভেরিফাইড।
https://www.facebook.com/mishusabbiractor
https://instagram.com/itsmishusabbir?utm_medium=copy_link
সাব্বির বর্তমানে বাংলাদেশের একজন
জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে
সাব্বির সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে।
মিশু সাব্বির বাড়ি কোথায়?
তার বাড়ি রাজধানী ঢাকায়।
মিশু সাব্বির এর বয়স কত?
৩৮ বছর (২০২১ সালে)
মিশু সাব্বির উচ্চতা কত?
তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।
মিশু সাব্বির এর স্ত্রীর নাম কি?
তার স্ত্রীর নাম শাম্মা হলুদ।

0 Comments