Header Ads Widget

Responsive Advertisement

চঞ্চল চৌধুরীর জীবনী | Biography of Chanchal Chowdhury

চঞ্চল চৌধুরী। নাটক, জীবনী, পরিবার ও শিক্ষা।

চঞ্চল চৌধুরী বর্তমান বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল, শিক্ষক, গায়ক ও অভিনেতা। তিনি বিভিন্ন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এবং তিনি তার অভিনয়ে অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এই পোস্টে আমরা চঞ্চল চৌধুরীর পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।

চঞ্চল চৌধুরীর জীবনী

বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তিনি মাধ্যমিক পাস করেন উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে। চঞ্চল উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন রাজবাড়ি সরকারি কলেজে। তারপর তিনি চারুকলায় ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গানবাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল তার ছোটবেলা থেকেই। পরে তার আগ্রহ সৃষ্টি হয় মঞ্চ নাটকের প্রতি।

চঞ্চল জন্মগ্রহণ করেন ১৯৭৪ সালে অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ৪৮ এর কাছাকাছি।

চঞ্চল চৌধুরীর পরিবার

চঞ্চল এর পরিবার সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে চঞ্চল এর বাবার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী। চঞ্চল এর স্ত্রীর নাম শান্তা চৌধুরী। চঞ্চল এর ছেলে মেয়ে মোট তিনজন তাদের নাম শৈশব, রুদ্র ও শুদ্ধ। চঞ্চল তার পরিবার সম্পর্কে তেমন কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নি তাই সিয়াম এর পরিবার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

কর্মজীবন

চঞ্চল অভিনয় জীবন শুরু করেন ১৯৯৬ সালে মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলের সাথে কাজ করার মধ্য দিয়ে। তার অভিনীত প্রথম নাটক কালো দৈত্য। পরবর্তীতে তিনি আরণ্যক নাট্য দলের সাথে আরো অনেক নাটকে অভিনয় করেন। তিনি টেলিভিশন নাটকে কাজ শুরু করেন ফরিদুর রহমানের “গ্রাস” নাটকের মাধ্যমে। তিনি তাল পাতার সেপাই নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। তারপর থেকে তিনি নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন । ২০০৬ সালে তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। ২০০৯ সালে মনপুরা ছবিতে অভিনয় করেন তিনি। এই ছবিতে অভিনয় করার জন্য তিনি ৩৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এছাড়াও তিনি অনেক গান করেছেন তারমধ্যে সর্বত মঙ্গলো রাধে গানটি খুবই জনপ্রিয়। চঞ্চল এখন পর্যন্ত অনেক নাটক অনেক চলচ্চিত্র ও অনেক গান করেছেন। তিনি অনেক ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন। তিনি বাংলাদেশের একজন পরিচিত জনপ্রিয় মুখ।

চঞ্চল চৌধুরীর চলচ্চিত্র ও নাটক

চঞ্চল এখন পর্যন্ত অনেক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে দর্শকদের কাছে একজন পরিচিত অভিনেতা।

নাটক:

কুফা রশিদ: এ এন এন্টারট্রেইনার ড্রামা চ্যানেলে এ পরিবেশিত রাজু দেওয়ান পরিচালনায় এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন শাহানাজ খুশি।

হাড় কিপটে: সালাউদ্দিন লাভলু পরিচালনায় এটিএন বাংলা নাটক চ্যানেলে পরিবেশিত এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেছেন এ কে এম হাসান, শামীম জামান ও আমিরুল ইসলাম।

চলচ্চিত্র:

মনপুরা: বঙ্গ মুভিস চ্যানেলে পরিবেশিত গিয়াস উদ্দিন সেলিম পরিচালনায় এ চলচ্চিত্রে তার পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও মনির খান শিমুল।

দেবী: আনাম বিশ্বাস পরিচালনায় জাজ মাল্টিমিডিয়া চ্যানেল পরিবেশিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন জয়া আহসান

চঞ্চল অনেক ধারাবাহিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তারমধ্যে নীল দরজা, তাকদীর, কন্ট্রাক্ট ও ডার্করুম ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন এবং রূপকথার গল্প, আয়নাবাজি ও তাকদীর চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল। এছাড়া তিনি আরও অনেক নাটক ও চলচ্চিত্র অভিনয় করেছেন। তার অভিনয়ের মাধ্যমে তিনি এখন দর্শকের কাছে পরিচিত মুখ।

পুরস্কার ও সম্মাননা

চঞ্চল শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি মোট ১২ বার মেরিল প্রথম আলো পুরস্কার এ সেরা অভিনেতা বিভাগে বিজয়ী ও মনোনীত হন। তিনি আরটিভি আওয়ার্ড এ ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম ভিত্তিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা, ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বিজয়ী ও মনোনীত হন।

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার এ সেরা ধারাবাহিক অভিনেতা বিভাগে বিজয়ী হন। চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার এ সেরা ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগের বিজয়ী হন। এছাড়াও চঞ্চল তার অভিনয়ের মাধ্যমে অনেক অর্জিত পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

সোশ্যাল মিডিয়া

চঞ্চল এর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর অভিনেতা যার ফেসবুক ও ইনস্টাগ্রামে অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ১৪ লাখের উপরে এবং ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা ৭ লাখের উপরে। চঞ্চল এর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি  ভেরিফাইড।

https://www.facebook.com/Iamchanchalchowdhury

https://instagram.com/chanchal_chowdhury?utm_medium=copy_link

চঞ্চল বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে চঞ্চল সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে।

চঞ্চল চৌধুরীর বয়স কত?

৪৭ বছর (২০২১ সালে)

চঞ্চল চৌধুরীর স্ত্রীর নাম কি?

শান্তা চৌধুরী।

চঞ্চল চৌধুরীর উচ্চতা কত?

৫ ফুট ৭ ইঞ্চি।

চঞ্চল চৌধুরী কোন ধর্মের ?

তিনি হিন্দু ধর্মের

চঞ্চল চৌধুরী হিন্দু না মুসলমান?

তিনি হিন্দু ধর্মের

Post a Comment

0 Comments