Header Ads Widget

Responsive Advertisement

শাহিদ কাপুরের জীবনী | Biography of Shahid Kapoor

শাহিদ কাপুর। জীবনী, পরিবার, শিক্ষা ও সিনেমা।

শাহিদ কাপুর বলিউডের এমন অভিনেতা গুলোর মধ্যে একজন যিনি এখন পর্যন্ত বেশ কিছু সফল সিনেমায় অভিনয় করেছেন। তিনি একজন বলিউড অভিনেতা।  অভিনয়ের পাশাপাশি তিনি একজন ডান্সার এবং উপস্থাপক ও বটে। এছাড়াও সোশ্যাল ওয়ার্কে ও তিনি পিছিয়ে নেই। কাজ করে যাচ্ছেন সমাজের শিশুদের জন্য। জনপ্রিয় এই বলিউড অভিনেতার পরিচয় আমরা আজকে আমাদের এ আর্টিকেলে জানার চেষ্টা করব। তাহলে দেরি না করে চলুন শাহেদ কাপুর সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়া যাক।

শাহিদ কাপুরের জীবনী

শাহিদ একজন ভারতীয় অভিনেতা। বলিউডের মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন। তার মনোমুগ্ধকর অভিনয় এবং দৃষ্টিকার্ষন করা নৃত্য দেখে বেশ কয়েক বারই তাকে অনেক পুরষ্কারের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। শাহিদ বর্তমানে বলিউডের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন। ১০ বছর বয়সে সে তার মার সাথে মুম্মাই চলে আসে এবং সিয়ামাক ধাভার এর ডান্স একাডেমিতে জয়েন করে। সে তার ক্যারিয়ার একজন ব্যক গ্রাউন্ড ডানসার হিসেবে শুরু করেছিলেন।

শাহিদ কাপুরের পরিবার

শাহিদের জন্ম ১৯৮১ সালের ২৫ শে ফেব্রুয়ারিতে ভারতের রাজধানি নয়া দিল্লিতে হয়। তার পিতা পঙ্কজ কাপুর এবং মা নিলিমা আজিম। তার পিতা পঙ্কজ কাপুরও বলিউডের খ্যাতিমান অভিনেতাদের মধ্যে একজন এবং তার মা নিলিমা আজিমকেও বেশ কয়েকটি চলচিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তার মাতা-পিতার বিচ্ছেদ হয় যখন তার বয়স মাত্র ৩ বছর। বিচ্ছেদের পর তার পিতা পঙ্কজ কাপুর মুম্বাইয়ে চলে যান এবং শাহিদ তার মা এবং নানা নানির সঙ্গতে লালিত পালিত হন। বর্তমানে শাহিদ কাপরুর মিরা রাজপুতের সঙ্গে বিবাহিত এবং ২ সন্তানের পিতা।

শিক্ষা

স্টারদের লেখাপড়া নিয়ে দেশে একটা মাথা ব্যাথা সচরাচর থাকে না। কারণ যারা ভালো অভিনেতা তাদেরকে ভালো স্টুডেন্ট হতে হয় না, অভিনয় টা ঠিকমতো জানলেই হয়। তবে শাহিদ বেশ শিক্ষিত একজন বলিউড স্টার।  তিনি তার স্কুল জীবন পার হয় জ্ঞান ভারতি স্কুল এবং রাজাহন্স বিদ্যালয়ে। তারপর সে তার কলেজ শেষ করে মিঠিবাই কলেজ অব আর্টস থেকে।

কর্ম জীবন

১৯৯১ সালে যখন শাহিদ কাপুরের বয়স ১০ বছর তখন সে তার পরিবারের সাথে মুম্বাইয়ে এসে পরেন। মুম্বাইয়ের সিয়ামাক ধাভারের ডান্স একাডেমিতে ভর্তি হয়ে তার ডান্স এর যাত্রা শুরু হয়। শাহিদ কাপুরকে ৯০ দশকের অনেক চলচিত্রেই ব্যগ গ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা যায়। তারপর সে বেশ কিছু গানের ভিডিও এবং টিভি কমারসিয়ালেও কাজ করেন। 

২০০৩ সালে ইশ্ক ভিশ্ক ছবির মাধ্যমে তার বলিউড অভিশেখ হয়। এ ছবির জন্য সে বছরে তাকে ফ্লিম ফেয়ার আওয়ার্ড দ্বারা পুরস্কৃত করা হয়। তার সে আরো বেশ কয়েকটা কমারসিয়াল ছবিতে কাজ করে যেগুলো তেমন ব্যবসা সফল হয়নি। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে ২০০৬ সালে মুক্তি পাওয়া  সুরাজ বাজরাতিয়া নির্মিত “বিবাহ” ছবির মাধ্যমে। তার পর থেকে শাহিদ কাপুর বলিউডের পরিচিত এবং জনপ্রিয় তারকাতের মধ্যে অন্যতম স্থান পান। 

কিছু কমেডি চলচিত্র যেমন : দিওয়ানে হয়ে পাগাল, বাহ! লাইফ হ তো এইসি  ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলী নির্মিত “জাব য়ুয়ি মেট” ছবিটি তার সম্পূর্ন ক্যারিয়ারের সেরা ছবিগুলোর একটি হিসেবে ধরা হয়। এরপর ২০০৯ সালের ”কামিনে” এবং ২০১৩ সালের ”আর…রাজকুমার” ছবিগুলোর  মাধ্যমে একশন ভিত্তিক ছবিতেও সে তার অভিনয়ের ছাপ রাখেন। 

২০১৪ সালে  উইলিয়াম সেক্সপেয়ার রচিত বিখ্যাত উপন্যাস হেমলেট অবলম্বনে নির্মিত ছবি “ হায়দার” এ তার দুর্দান্ত এবং ভিন্ন আঙ্গিকের অভিনয় সবারই মন কেড়ে নিয়েছিল। “হায়দার” ছবির জন্য শাহিদ কাপুর বেশ কয়েকটি পুরষ্কারে পুরষ্কৃত হন এবং সে বছরের সেরা অভিনেতার ফ্লিমফেয়ারটাও পান তিনি। 

শাহিদ কাপেুরর মুভি

শাহেদের অভিনয় ক্যারিয়ার বেশ লম্বা। এর মধ্যে তিনি অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন। যার মধ্যে প্রায় সবগুলোই জনপ্রিয়। সর্বশেষ তার কবির সিং সিনেমা টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে।  আর্টিকেলর এই অংশে আমরা তাঁর বিখ্যাত কয়েকটি সিনেমা সম্পর্কে জানবো।

উড়তা পান্জাব: ২০১৬ সালে ছবিটি মুক্তি পায় এবং শাহিদ এ ছবির জন্য সেরা অভিনেতা ক্রিটিক্স এর আওয়ার্ড পায়। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট কারিনা কাপুর সহ আরো অনেকে। 

পদ্মাবত: ২০১৮ সালে মুক্তি পাওয়া এ ছবিটি বলিউডের সবচেয়ে সেরা নির্মিত ছবিগুলোর মধ্যে ধরা হয়। যদিও এই সিনেমায় শাহেদ প্রধান চরিত্রে অভিনয় করেনি তবুও তিনি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং রনভির সিং। 

কাবির সিং: ২০১৯ সালে নির্মিত এ ছবিটি বক্স অফিসে তলপাড় সৃষ্টি করে খুব কম সময়ের মধেই সর্বচ্চ ব্যবসা করতে সফল হয়। কাবির সিং সিনেমায় শাহেদ এর বিপরীতে অভিনয় করেছে কিয়ারা আদ্ভানি। 

অভিনয়ের পাশাপাশিও শাহিদ কাপুর বিভিন্ন চ্যারিটি, হস্ট সেরেমনি নিয়ে কাজ করে থাকেন। ২০১৫ সালে ঝালাক দিকলাজা নামক নাচের সো তেও তাকে জাজ হিসেবে দেখা গিয়েছে।

পুরষ্কার সমূহ

যদিও একজন আর্টিস্ট এর জন্য ভক্তদের ভালবাসার চেয়ে বড় কোন পুরস্কার আর নেই। কিন্তু তবুও কর্মক্ষেত্রে অনুপ্রেরণার জন্য কিছু পুরস্কার প্রত্যেকেই প্রত্যাশা করে। শাহিদ বেশ গুণি একজন অভিনেতা। তাই তার পুরস্কারের সংখ্যাও বেশ লম্বা।  তিনি এখন পর্যন্ত ২০০৪ সালের ফ্লিম ফেয়ারে  সেরা অভিনতা, ২০১৫ সালের ফ্লিম ফেয়ারে  সেরা অভিনতা, ২০১৭ সালের ফ্লিম ফেয়ারে  সেরা অভিনতা ক্রিটিক্স পুরস্কারে ভূষিত হয়েছেন। তাছাড়া স্টারডাস্ট, জি সিনে আওয়ার্ডস্, বিগ স্টার আওয়ার্ড, স্টার গিল্ড আওয়ার্ড, লাইফ ওকে আওয়ার্ড ইত্যাদি আরো অনেক পুরষ্কারে ভূষিত হন তিনি।

সোশ্যাল মিডিয়া

শাহিদ কাপুর মানুষের মধ্যে কতটা জনপ্রিয় সেটা জানার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাকে সহযোগিতা করতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম এর মত প্লাটফর্ম গুলোতে শাহেদের জয়জয়কার। নিচে শাহেদের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর লিংক দেওয়া হল। চাইলে আপনি ও তাকে ফলো করে আসতে পারেন।

https://twitter.com/shahidkapoor?lang=en

https://www.instagram.com/shahidkapoor/?hl=en

https://www.facebook.com/shahidkapoor

বন্ধুরা এই ছিল শাহেদ কাপুর সম্পর্কে আমাদের আজকের আর্টিকেলে। আশা করি আপনারা আপনাদের প্রিয় অভিনেতা সম্পর্কে জানতে পেরে বেশ খুশি হয়েছেন। আমাদের বাঙালি ডট কম এ আপনি আরো অনেক বিখ্যাত ব্যক্তিদের জীবনী সহ আরো অনেক তথ্যবহুল আর্টিকেল পাবেন। সেগুলো চাইলেই আপনি পড়তে পারেন। আশা করি আপনার, আমার, আমাদের সকলের প্রিয় অভিনেতা শাহেদ কাপুর নিয়মিত আরো জনপ্রিয় সিনেমা আমাদেরকে উপহার দিবেন।

শাহিদ কাপুর এর উচ্চতা কত?

শাহিদ এর উচ্চতা ৫’’ ৮’

শাহিদ কাপুর এর স্ত্রীর নাম কি?

শাহিদ এর স্ত্রীর নাম মীরা রাজপুত।

শাহিদ কাপুর এর ধর্ম কি?

শাহিদ হিন্দু ধর্মে বিশ্বাসী।

শাহিদ কাপুর এর বয়স কত?

শাহিদ এর বয়স ৪০ বছর (২০২১ সালে)

Post a Comment

0 Comments