Header Ads Widget

Responsive Advertisement

কিয়ারা আদভানির জীবনী | Biography of Kiara Advani

কিয়ারা আদভানি। জীবনী, পরিবার, অভিনয় ও শিক্ষা।

কিয়ারা আদভানি বর্তমানে ভারতের নতুন অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। কর্ম ক্ষেত্রে কিয়ারা আদভানি নামে পরিচিত হলেও তার আসল নাম আলিয়া আদভানি।  চলচ্চিত্র জগতে পদার্পণ বেশ আগে হলেও সকলের নজরে আসতে কিছুটা সময় লেগেছে তিনি সকলের মাঝে আলোচিত হয়েছেন শাহিদ কাপুরের সঙ্গে জনপ্রিয় সিনেমা Kabir Sing এ অভিনয়ের পর। আজকে আমরা এই আর্টিকেলে জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী সম্পর্কে সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক।

কিয়ারা আদভানির জীবনী

কিয়ারা আদভানি একজন ভারতীয় অভিনেত্রী, যিনি বলিউড চলচিত্রের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন। বলিউডের নব এবং সফল শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। তিনি চলচিত্রের পাশপাশি বিভিন্ন ওয়েবসিরিজ এবং মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। তার সাবলিল এবং বৈচিত্রময় অভিনয়ের মাধ্যমে সে খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন।

কিয়ারা আদভানির পরিবার

কিয়ারা আদভানির বাবা জায়ডিপ আদভানি ভারতের নামকরা ব্যবসায়িদের মধ্যে একজন এবং তার মা জেনেবিফ জেফরি আদভানি একজন ব্রিটিস স্কুল শিক্ষক। কিয়ারা মূলত সিন্ধি বংশভূত। তবে তার মায়ের বংশীয় দিক থেকে স্কোটিস,আইরিস,পর্তুগিস অরিজিনও রয়েছে তার। তার জন্ম ১৯৯২ সালের ৩১ শে জুলাই ভারতের মুম্বাই নগরে হয়।

শিক্ষা

ক্যাথেড্রাল এবং জন কনন স্কুল থেকে সে তার স্কুলিং শেষ করেন এবং জয় হিন্দ কলেজ থেকে ম্যস কমিউনিকেশনে  তার স্নাতক পাস করেন। কিয়ারা আদভানি শিক্ষার্থী হিসেবে যথেষ্ঠ মনোযোগি ছিলেন এবং সে তার 12th class ৯২% অর্জন করেন। 

কর্মজীবন

কিয়ারার জন্মগত নাম আলিয়া আদভানি , বলিউড সুপারস্টার সালমান খানের পরামর্শ নিয়ে তিনি তার প্রথম ছবি রিলিস হবার আগে তার নাম আলিয়া থেকে কিয়ারা রাখেন। কিয়ারা আদভানি একজন ভারতীয় অভিনেত্রী। বলিউডে তার অভিশেখ হয় Grazing goat  নির্মিত ছবি Fugly এর মাধ্যমে। মেসিন, লাক্সমি বম, গুড নিউজ, কাবির সিং ইত্যাদি ব্যবসা সফল ছবিতেও তাকে অবনয় করতে দেখা যায়। 

‘এম এস ধনি’ তার উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম। তার অভিনিত ওটিটি চলচিত্র Lust Stories ও Guilty নেটফ্লিক্স এ বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে এবং ক্রিটিক্স এও ক্লেম করা হয়েছে। ২টি তেলেগু চলচিত্রেও তাকে কাজ করতে দেখা গিয়েছে। তার অভিনিত নতুন চলচিত্র সেরসাহ শীঘ্রই Amazon Prime মুক্তি পাবে। 

কিয়ারা আদভানি মুভি

কিয়ারা খুব অল্প দিন হল অভিনয়জগতে এসেছে তাই খুব বেশি চলচ্চিত্রে এখনও অভিনয় করা হয়নি।  তবে তিনি তাঁর সবচেয়ে সফল সিনেমা কাবির সিং এ যে ধরনের পারফরম্যান্স করেছেন। তাতে তিনি অল্পদিনেই বলিউড জয় করবেন। তার জনপ্রিয় কয়েকটি সিনেমার মধ্যে কয়েকটি নিয়ে নিচে আলোচনা করা হলো।

গুড নিউজ: গুড নিউজ একটি বহুল পরিচিত এবং ব্যবসা সফল ছবি, যা বক্সঅফিসে সর্বচ্চ সফলতা অর্জন করেছে এবং বেশ কয়েকবার পুরোস্কৃত হয়েছে।

কাবির সিং: কাবির সিং অত্যন্ত ব্যবসা সফল এবং ক্রিটিক্স এ ক্লেম করা ছবি। এ ছবিতে কিয়ারা শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন।

এম এস ধনি: ক্রিকেটার মহেন্দ্র সিং ধনির জীবনী অবলম্বনে এম এস ধনি পরিচালিত হয়েছে। এ ছবির মূল চরিত্রে ছিলেন সুসান্ত সিং রাজপুত এবং কিয়ারা ধনির স্ত্রি সাকসির চরিত্রে অভিনয় করনে।

এছারাও ভারত আনে নেনু, ভিনায়া বিধেয়া রামা, কলঙ্ক, মেসিন, গিলটি, ইন্দু কি জাওয়ানি ইত্যাদি চলচিত্রেও তার অভিনয়ের প্রশংসা সকলেই করেন। কিয়ারা বেশ অল্প সময়ের মধ্যেই কিছু উল্লেখযোগ্য হিট মুভিতে কাজ করে দর্শকদের মুগ্ধ করেছেন। 

পুরষ্কার

২০১৫ সালে তার অভিনিত চলচিত্র ফাগলির জন্য তাকে Most Promisisng Newcomer , Most Entertaining  Actor Female পুরষ্কারে নমিনেট  করা হয়।

২০১৯ সালে তেলেগু ছবি “ভারত আনে নেনু” এর জন্য তাকে জি সিনি আ্যওয়ার্ডে পুরষ্কৃত করা হয়। একই বছরে এন/এ ছবির জন্য তাকে ইমারজিং স্টার অব দ্যা ইয়ার পুরষ্কার প্রদান করা হয়। 

কিয়ারা আদভানি একজন অত্যন্ত জনপ্রিয় মুখ এবং তার ভক্তরা তার থেকে আরো সফল কাজ আশা করছে।

সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া প্রায় সকলেই ব্যবহার করে। আর সেলিব্রিটিরা মাঝেমধ্যে ব্যবহার করে। কিন্তু এখন এটি সকলেরই জীবনের অংশ হয়ে গেছে। সেলিব্রিটিরা  তাদের সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজের ফ্যানদের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। কিয়ারা ও এর ব্যতিক্রম নয়। তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পদচারণা রয়েছে এবং তিনি ফ্যানদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে উইশ করে থাকেন। 

বিনোদন জগতের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়। তার ইন্সট্রাগ্রাম ফলোয়ার ১৭.৯ মিলিয়ন, তার টুইটার ফলোয়ার ১.৮ মিলিয়ন, ফেসবুকে তার ৪ লাখের উপরে ফলোয়ার।

https://twitter.com/advani_kiara?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor

https://www.instagram.com/kiaraaliaadvani/?hl=en

https://www.facebook.com/KiaraAdvani

এই ছিল আমাদের সকলের প্রিয় নবাগতা অভিনেত্রী কিয়রা আদভানি সম্পর্কে সকল তথ্য। আশা করছি নিজের পছন্দের অভিনেত্রীর সম্পর্কে জানতে পেরে আপনার অনুভূতিটা বেশ ভালো।  আমাদের সকলের প্রত্যাশা কিয়রা ভালো ভালো চলচ্চিত্র করে সেগুলো আমাদের দেখার সুযোগ করে দিক। 

কিয়ারা আদভানির বয়স কত?

কিয়ারা এর বয়স ২৭ বছর। (২০২১ সালে)

কিয়ারা আদভানির উচ্চতা কত?

কিয়ারা এর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।

কিয়ারা আদভানির ধর্ম কি?

তার ধর্ম সিন্ধি হিন্দু।

কিয়ারা আদভানি কি বিবাহিত?

কিয়ারা অবিবাহিত। (২০২১ সালে)

Post a Comment

0 Comments