বিদ্যা সিনহা মীম। জীবনী, পরিবার ও চলচ্চিত্র।
বিদ্যা সিনহা মীম বাংলাদেশের
একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। বিদ্যা সিনহা মীম এর পুরো নাম বিদ্যা সিনহা
সাহা মীম। তিনি বাংলাদেশ চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র। ২০০৭ সালে লাক্স-চ্যানেল
আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করে। তিনি এই পর্যন্ত অনেক চলচ্চিত্র অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। এই পোস্টে আমরা বিদ্যা সিনহা
মীমের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।
বিদ্যা সিনহা মীমের জীবনী
বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা
উপজেলায় জন্মগ্রহণ করেন গুণী অভিনেত্রী মিম। তিনি ভোলা ও কুমিল্লায় অনেক সময় কাটিয়েছেন।
মিম জন্মগ্রহণ করেন ১৯৯২ সালে অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ২৯ বছরের কাছাকাছি।
বিদ্যা সিনহা মীমের পরিবার
বিদ্যা সিনহা মিমের পরিবার সম্পর্কে
তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি তবে বিদ্যা সিনহা মিমের বাবার নাম বিরেন্দ্র
নাথ সাহা এবং মার নাম ছবি সাহা। তারা মোট দুই ভাইবোন। বিদ্যা সিনহা মিম এর ছোট একটি
বোন রয়েছে।
বিদ্যা সিনহা মীমের শিক্ষা
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা
উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন কুমিল্লা
ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে। তিনি ইংরেজি বিভাগে পড়াশোনা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটি-বাংলাদেশ-এ। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ-এ ইংরেজি
সাহিত্যে উপর ব্যাচেলর অব আর্টস (বিএ) ডিগ্রি অর্জন করেন।
বিদ্যা সিনহা মীমের কর্মজীবন
মিম অভিনয় সবার নজরে আসে হুমায়ুন
আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে। এই চলচ্চিত্রের জন্য মিম মেরিল-প্রথম আলো পুরস্কার
পান। এছাড়াও বিদ্যা সিনহা মিম অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয় করার
মাধ্যমেই তিনি এখন বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ।
বিদ্যা সিনহা মীমের চলচ্চিত্র
সুলতান দ্যা সেভিয়ারঃ রাজা চন্দ পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জিৎ ও বিদ্যা সিনহা
সাহা মীম।
দুলাভাই জিন্দাবাদঃ মনতাজুর
রহমান আকবর পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পী ও বিদ্যা সিনহা সাহা মিম।
সুইটহার্টঃ ওয়াজেদ
আলী সুমন পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পী, রিয়াজ ও তিনি নিজে।
ব্লাকঃ রাজা সংস
পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও বিদ্যা সিনহা সাহা মীম।
এছাড়াও বিদ্যা সিনহা সাহা মীম
আরো অনেক চলচ্চিত্রে আমি তোমার হতে চাই, ভালোবাসা এমনই হয়, আমি নেতা হবো, পাষাণ, পরান
ইত্যাদি আরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বিদ্যা সিনহা মীমের সোশ্যাল মিডিয়া
মীমের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে
অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের
প্রথম সারীর অভিনেত্রী যার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে অসংখ্য ফলোয়ার রয়েছে। এখন
পর্যন্ত তিনি ইউটিউবে সিলভার প্লে বাটন অর্জন করেছেন। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা
৫৪ লাখের উপরে এবং তার ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার সংখ্যা ৩০ লাখের কাছাকাছি। মীমের
ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি ভেরিফাইড। মীমের ফেসবুকে তার নিজস্ব প্রোফাইল ও রয়েছে।
https://www.facebook.com/BidyaSinhaSahaMim
https://instagram.com/bidya_mim?utm_medium=copy_link
https://youtube.com/channel/UCsIf8oRHlfCT_QIfJVhppog
বিদ্যা সিনহা মিম বর্তমানে বাংলাদেশের
একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা
করে মীম সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে।
বিদ্যা সিনহা মিম এর বয়স কত?
বিদ্যা সিনহা মীমের বয়স ২৮ বছর (২০২১ সালে)
বিদ্যা সিনহা মীমের উচ্চতা কত?
বিদ্যা সিনহা মীমের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।
বিদ্যা সিনহা মীমের ভাই বোন কয়জন?
বিদ্যা সিনহা মীমের ভাই-বোন দুইজন।
বিদ্যা সিনহা মীমের জন্মদিন কবে?
বিদ্যা সিনহা মীমের জন্মদিন ১০ নভেম্বর।

0 Comments