মোস্তাফিজুর রহমান। জীবনী, পরিবার, ক্যারিয়ার ও শিক্ষা।
মোস্তাফিজুর রহমান বাংলাদেশের
জনপ্রিয় ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের তার ভূমিকা একজন বোলার। তিনি শুধু বাংলাদেশের
নয় বিশ্বের সেরা বোলার দের মধ্যে একজন। তিনি বিশ্বের প্রথম একমাত্র বোলার যিনি প্রথম
দুই ম্যাচে ১১ উইকেট লাভ করে। তিনি বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি শুধু বাংলাদেশ
ক্রিকেট দলে খেলেন না বিভিন্ন ঘরোয়া লিগে তিনি খেলেন। এই পোস্টে আমরা মোস্তাফিজুর
রহমানের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।
মোস্তাফিজুর রহমান এর জীবনী
বাংলাদেশের খুলনা বিভাগে সাতক্ষীরা
জেলায় কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন পরিচিত ক্রিকেটার মোস্তাফিজ।
তিনি দ্যা ফিজ ও কাটার মাস্টার অধিক পরিচিত। ২০১২ সালে তিনি ঢাকায় আসেন ফাস্ট বোলারদের
ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য। এরপরের তাকে বিসিবির পেস ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত করা
হয়। তারপর থেকে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়।যদিও তিনি ছোটবেলায় একজন ব্যাটসম্যান
হওয়ার স্বপ্ন দেখতেন কিন্তু পরবর্তীতে তিনি একজন দক্ষ বোলার হিসেবে জাতীয় দলে জায়গা
করে নেন। ২০১৫ সালে তিনি আইসিসি ঘোষিত আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালে
তিনি আবারও আইসিসির সেরা একাদশের অন্তভু্ক্ত হন। এর মাধ্যমে মোস্তাফিজ প্রথম বাংলাদেশী
হিসেবে এই গৌরব অর্জন করেন। মোস্তাফিজ জন্মগ্রহণ করেন ১৯৯৫ সালে অর্থাৎ বলা যেতে পারে
তার বয়স ২৬ এর কাছাকাছি।
মোস্তাফিজুর রহমান এর পরিবার
মোস্তাফিজ ক্রিকেট জগতের একজন
জনপ্রিয় পরিচিত বোলার। তিনি বাংলাদেশের একজন দক্ষ ক্রিকেটার। তার পিতার নাম আবুল কাসেম
গাজী এবং মাতার নাম মাহফুজা খাতুন। তার বড় ভাইয়ের নাম মাহফুজুর রহমান এবং তার সেজো
ভাইয়ের নাম মোকলেছুর রহমান পল্টু। তার স্ত্রীর নাম সামিয়া পারভিন। বিশ্বের অন্যতম
বোলার এর মধ্যে মোস্তাফিজ বর্তমানে একজন সেরা বোলার।
ক্যারিয়ার
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম
করায় তার টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২৪ এপ্রিল ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে। সেই
ম্যাচে তিনি 2 উইকেট নেন। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচে বাংলাদেশ
পাকিস্তানের সাথে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয় পায়। তার ওয়ানডেতে
অভিষেক হয় ১৯ জুন ২০১৫ সালে সফরকারী ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে।
ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই
তিনি ৫ উইকেট নেন। সেই ম্যাচে তিনি ম্যাচসেরার পুরস্কার পান। এর পরের ম্যাচে ২১ জুন
ভারতের বিপক্ষে তিনি ৪৩ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন। মোস্তাফিজ
ব্রায়ান ভিটোরি’র পর দ্বিতীয় বোলার হিসেবে প্রথম দুইটি ওডিআইয়ে পাঁচ-উইকেট লাভের
বিরল কীর্তিগাথা রচনা করেন। মোস্তাফিজ এর টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ২১ জুলাই ২০১৫
সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মোস্তাফিজ এখন পর্যন্ত বাংলাদেশে দলে খেলার সাথে সাথে
বিভিন্ন দেশের ঘরোয়া লিগেও খেলেছে এবং সফলতা অর্জন করেছেন।
ক্রিকেট বিশ্বকাপ
মোস্তাফিজ বাংলাদেশের একজন সফলতম
বোলার। তিনি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিশ্বকাপ সদস্যের মধ্যে অন্যতম
সদস্য হিসেবে জায়গা পান। সেই বিশ্বকাপে তিনি দুর্দান্ত পারফর্ম করেন। সেই বিশ্বকাপে
তিনি মোট ২০ উইকেট নেন। তিনি সর্বাধিক উইকেট শিকারের তালিকায় ৪ নম্বরে থাকেন। সেই
বিশ্বকাপে তিনি দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশকে অনেকটা সফলতা এনে দেন।
রেকর্ড সমূহ
মোস্তাফিজ বাংলাদেশের একজন দক্ষ
বোলার হিসেবে পরিচিত। বোলার হিসেবে তাঁর অসংখ্য রেকর্ড রয়েছে তার মধ্যে তিনি ওডিআই
অভিষেকে বিশ্বের ১০ম বোলার হিসেবে পাঁচ-উইকেট পান এবং বিশ্বের ৪র্থ বোলার হিসেবে প্রথম
দুই ওডিআইয়ে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান। মোস্তাফিজ টেস্টে সর্বোচ্চ ৪ উইকেট
নেন ৩৭ রানের বিনিময়ে। ওয়ানডেতে সর্বোচ্চ ৬ উইকেট নেন ৪৩ রান দিয়ে এবং তিনি টি-টোয়েন্টিতে
২২ রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন। এছাড়াও তার ক্রিকেটে আরো অসংখ্য রেকর্ড রয়েছে।
এখন পর্যন্ত তিনি অসংখ্য রেকর্ডের মালিক। তাই মোস্তাফিজ বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয়
বোলার।
সোশ্যাল মিডিয়া
মোস্তাফিজ বাংলাদেশের একজন জনপ্রিয়
মুখ। তিনি শুধু বাংলাদেশ পরিচিত নন তার পরিচিতি সারাবিশ্বে। তাই তিনি বাংলাদেশের জনপ্রিয়
ব্যক্তিত্ব। মোস্তাফিজ এর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে।
তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর মানুষ যার ফেসবুক
ও ইনস্টাগ্রাম এ অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ১০ লাখের
উপরে এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১০ লাখের উপরে। মোস্তাফিজ এর ফেসবুক ও ইনস্টাগ্রাম
পেজটি ভেরিফাইড।
https://m.facebook.com/Official.Mustafizur90/?tsid=0.7157635594672886&source=result
https://instagram.com/mustafizur_90?utm_medium=copy_link
মোস্তাফিজ বাংলাদেশের অন্যতম সেরা
একজন ক্রিকেটার। তিনি বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করে আসছে। তার দর্শকরা আশা
করে তিনি ভবিষ্যতে আরো ভাল পারফর্ম করবেন।
মোস্তাফিজুর রহমান এর বয়স কত?
মোস্তাফিজ এর বয়স ২৫ বছর (২০২১ সালে)
মোস্তাফিজুর রহমান এর উচ্চতা কত?
মোস্তাফিজ এর উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি।
মোস্তাফিজুর রহমান এর স্ত্রীর নাম কি?
মোস্তাফিজ এর স্ত্রীর নাম সামিয়া পারভিন।
মোস্তাফিজুর রহমান কত টাকার মালিক?
মোস্তাফিজুর রহমান প্রায় ১৪০ কোটি টাকার মালিক।
২০২১ সালের হিসেব।

0 Comments