Header Ads Widget

Responsive Advertisement

রাফিয়াত রশিদ মিথিলা জীবনী | Rafiat Rashid Mithila Biography

রাফিয়াত রশিদ মিথিলা। জীবনী, অভিনয় শিক্ষা

রাফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী  মডেল এর নাম। মিথিলা অভিনয় জগতে আসার পর থেকে একের পর এক সফল নাটক উপহার দিয়ে যাচ্ছে। মিথিলা নাটকের পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করেছেন। বর্তমানে তিনি কর্মরত আছেন ব্রাক ইন্টারন্যাশানাল আর্লি চাইল্ডহুড ডেভলপমেন্টে। এই পোস্টে আমরা মিথিলার পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব
 


রাফিয়াত রশিদ মিথিলার জীবনী

 

বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন গুণী অভিনেত্রী মিথিলা। তার জন্ম ২৫ মে ১৯৮৪ সালে। অর্থাৎ বলা যেতে পারে ২০২১ তার বয়স ৩৮ বছরের কাছাকাছি। মিথিলার পুরো নাম রাফিয়াত রশিদ মিথিলা। চার ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় বোন মিথিলা। ২০০৬ খ্রিষ্টাব্দের আগস্ট তিনি সঙ্গীতশিল্পী তাহসানকে বিয়ে করেন। বিয়ের পরে উভয়ে যৌথভাবে একাধিক গানের এ্যালবাম বের করেছেন। মিথিলা কন্যাসন্তানের মা হন ২০১৩ সালের ৩০ এপ্রিল। তার কন্যাসন্তানের নাম আইরা তাহরীম খান। মিথিলা তার স্বামী তাহসানের সাথে ২০১৭ সালের ২০ জুলাই বিবাহবিচ্ছেদ করে। তারপর ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জীকে ২০১৯ সালের ডিসেম্বর বিয়ে করেন

 

রাফিয়াত রশিদ মিথিলার লেখাপড়া

তিনি প্রথম লিটল জুয়েলস স্কুলে ভর্তি হন। এরপর তিনি ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। সেখান থেকেই তিনি এসএসসি এইচএসসি পাস করেন। তিনি অনার্স মাস্টার্স  করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য আমেরিকা যান। তিনি আর্লি চাইল্ডহুড ডেভলপমেন্ট বিষয়ে দ্বিতীয় মাস্টার্স পাস করেন। সেখানে তিনি সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণ পদক পেয়েছেন। তিনি হিন্দোল সংগীত একাডেমিতে গান শিখেছেন, বেণুকা ললিতকলা একাডেমিতে নাচ শিখেছেন, লোক নাট্যদলের চিলড্রেনস থিয়েটারে অভিনয় শিখেছেন। বর্তমানে জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত আছেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলার কর্মজীবন

একজন পেশাদার উন্নয়নকর্মী হিসেবে মিথিলা তার কর্মজীবন শুরু করে। শিক্ষাজীবন শেষে তিনি একজন গবেষক হিসেবে যোগ দেন ব্রাকে। এরপর তিনি কাজ করেন আমেরিকার মিনিয়াপোলিস পাবলিক স্কুলে, এক বছর পর বাংলাদেশে ফিরে কাজ করেন স্কলাস্টিকায় হাই স্কুলে। মিথিলা লেকচারার হিসেবে কাজ করেছেন নর্দান বিশ্ববিদ্যালয়ে। এখন তিনি ম্যানেজার হিসেবে কাজ করছেন ব্রাক ইন্টারন্যাশনাল শিক্ষা কার্যক্রম প্রোগ্রামে

রাফিয়াত রশিদ মিথিলার পুরস্কার সম্মাননা

মিথিলা পারদর্শিতার স্মৃতিস্বরূপ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এরমধ্যে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে “কথোপকথন” নাটকের মাধ্যমে শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী হিসেবে মনোনীত হন। অসাধারণ অভিনয়ের জন্য তিনি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হয়না। 

রাফিয়াত রশিদ মিথিলার নাটক

মিথিলা  অনেক অভিনেতার সঙ্গে  অসংখ্য নাটকে অভিনয় করেছেন। যার মধ্যে বেশির ভাগ গুলো ছিল রোমান্টিক প্রেমের।  নাটকে তার সঙ্গে সবচেয়ে ভালো মানাত তার সাবেক স্বামী তাহসান খান কে।  এই জুটি অসংখ্য  দর্শকনন্দিত যেগুলো এখনও অনেকের কাছে সেরা নাটক হিসেবে বিবেচিত। 

§                  কথোপকথনঃ এই নাটকে মিথিলার অভিনীত শ্রেষ্ঠ নাটক বললেও ভুল হবে না।  এটি এটাই শেষ অনেক জনপ্রিয় এক নাটক ছিল। এই নাটকে তার সাথে অভিনয় করেছেন  তাহসান, অপূর্ব

§                  বাবা আমরাঃ মিথিলার আরো একটি জনপ্রিয় নাটক বাবা আমরা।  এই নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছে মুশফিক আর ফারহান রাফায়াত রশিদ মিথিলা

§                  লাভার্সঃ ফারহান আহমেদ জোভান এর সঙ্গে মিথিলার জনপ্রিয় একটি নাটক লাভার্স।  নাটক এই সময়ে অনেক জনপ্রিয় ছিল

এই তিনটি নাটক ছাড়াও মিথিলার আরো জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে মিস্টার এন্ড মিসেস

, আমার গল্পে তুমি, দেনমোহর, এক্স-ফ্যাক্টর।  প্রত্যেক নাটকেই তিনি ভালো এবং  দর্শকের কাছে প্রিয় হয়েছেন। 

মিথিলার সোশ্যাল মিডিয়া

মিথিলার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর অভিনেত্রী যার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে অসংখ্য ফলোয়ার রয়েছে। এখন পর্যন্ত তিনি ইউটিউবে সিলভার প্লে বাটন অর্জন করেছেন। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৩০ লাখের উপরে। মিথিলার ফেসবুক পেজটি  ভেরিফাইড।

§                  https://instagram.com/rafiath_rashid_mithila?utm_medium=copy_link

§                  https://www.facebook.com/rafiathrashidmithilaofficial

§                  https://youtube.com/channel/UCwLbZqlnXaBx9WC8Gf1Ydsg

 

দর্শকরা প্রত্যাশা করে মিথিলা সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে আর ও অভিনেতা ও অভিনেত্রী সম্পর্কে জানতে সাইট এর অন্ন পোস্ট গুলো পড়তে পারেন।

মিথিলার বয়স কত?

মিথিলার বয়স ৩৭ বছর (২০২১ সালে)

মিথিলার ভাই-বোন কয় জন?

মিথিলার ভাই বোন জন

মিথিলার উচ্চতা কত?

মিথিলার উচ্চতা .৫৪ মিটার বা ফুট

মিথিলার জন্মদিন কবে?

মিথিলার জন্ম দিন ২৫ মে। ১৯৮৪

Post a Comment

0 Comments