Header Ads Widget

Responsive Advertisement

মোশাররফ করিম জীবনী | Biography of Musharraf Karim

 

মোশাররফ করিম। জীবনী, নাটক, পরিবার অভিনয়

মোশাররফ করিম বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা তাছাড়া তিনি অভিনয়ের পাশাপাশি অন্যান্য কর্মে নিয়োজিত ছিলেন। তিনি নাটকসহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি তার অভিনয়ের মাধ্যমে অনেক পুরস্কার সম্মাননা এবং জনপ্রিয়তা অর্জন করেছেন। এই পোস্টে আমরা মোশাররফ করিমের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব

 



মোশাররফ করিম এর জীবনী

মোশাররফ বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কেএম মোশাররফ হোসেন। তাছাড়া তিনি শামীম নামেও পরিচিত। তাছাড়া মোশাররফ এক সাক্ষাৎকারে জানায় তার স্কুল থিয়েটারে তার অভিনয় এর দক্ষতার জন্ম নেয়। মোশাররফ মাধ্যমিক পাস করে ১৯৮৬ সালে। তখন থেকে তার ভালোবাসা জন্মায় অভিনয়ের প্রতি এবং তিনি যোগদান করেন তারিক আনাম খান-এর নাট্যকেন্দ্র মঞ্চদলে। মোশাররফ বর্তমানেও সেই নাট্যদলের সদস্য। মোশাররফ জন্মগ্রহণ করেন ১৯৭১ সালে অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ৫০ এর কাছাকাছি।

কর্মজীবন

তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় হাউজহোল্ড প্লাস্টিক ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের পণ্যদূত বা ব্র্যাণ্ড অ্যমব্যাসেডর নিযুক্ত হন ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে। তিনি অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন করেন ১৯৯৯ সালে এক পর্বের নাটক অতিথি-এ অভিনয় করে। ২০০৪ সাল থেকে নাটকে তার সত্যিকার পথচলা শুরু হয়। তিনি তিশার বিপরীতে অভিনয় করেন বিখ্যাত টেলিফিল্ম ক্যারাম-এ।এরপর থেকেই তিনি বিভিন্ন নাটক ও মেগা ধারাবাহিকে অভিনয় করে আসছেন। ৪২০ তার অভিনীত প্রথম মেগা ধারাবাহিক। তিনি দেওয়াল আলমারি নামক একটি নাটকে অভিনয় করেন ২০০৮ সালে। এই নাটকের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা টিভি অভিনয়শিল্পী হিসেবে পুরস্কার পান। মোশাররফ করিম নাটক এর পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০০৪ সালে তার প্রথম অভিনীত চলচ্চিত্র আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত জয়যাত্রা। এছাড়া মোশাররফ আরো অধিক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

মোশাররফ করিম এর পরিবার

মোশাররফ এর পরিবার সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে মোশাররফ এর রোবেনা রেজা জুঁই এবং তার মেয়ের নাম রোবেন রায়ান করিম। তার পৈতৃক নিবাস বরিশালে। মোশাররফ তার পরিবার সম্পর্কে তেমন কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নি তাই মোশাররফ এর পরিবার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি

মোশাররফ করিম এর নাটক চলচ্চিত্র

মোশাররফ পর্যন্ত অধিক নাটক চলচ্চিত্রে অভিনয় করেছেন

নাটক

§                  শেষটা অন্যরকম ছিল: সাগর জাহান পরিচালনার জি-সিরিজ বাংলা নাটক চ্যানেল পরিবেশিত এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেছেন তানজিন তিশা

§                  যমজ সিরিজ: আরটিভি ড্রামা চ্যানেলের পরিবেশিত আজাদ কালাম পরিচালনায় এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন সারিকা সাবরিন

চলচ্চিত্র

§                  দেনমোহর: জি সিরিজ বাংলা নাটক চ্যানেলে পরিবেশিত মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালনায় এই চলচ্চিত্রে তার পাশাপাশি অভিনয় করেন রাফিয়াথ রশিদ মিথিলা, হাসান মাসুদ মিশু সাব্বির

§                  ডিকশনারি: ব্রাত্য বসু ব্রত্ত পরিচালনায় চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি নুসরাত জাহান

এছাড়া মোশাররফ অধিক নাটক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। দেওয়াল আলমারি, জর্দা জামাল, সেই রকম চা খোর, হাউসফুল, সিকান্দার বক্স, রেডিও চকলেট, সেই রকম পানখোর বউগিরি ইত্যাদি আরো বেশ কিছু নাটকে তিনি অভিনয় করেছেন। তিনি নাটক চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে অনেক পুরস্কার সম্মাননা অর্জন করেছেন। তাছাড়া তিনি বর্তমানে অনেক নাটক চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন

অর্জিত পুরস্কার সম্মাননা

মোশাররফ এই পর্যন্ত অনেক নাটক চলচ্চিত্র অভিনয় করার জন্য অনেক পুরস্কার সম্মাননা লাভ করেছেন। তিনি বেশকিছু নাটকের জন্য সেরা টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। তাছাড়া তিনি অনেক কয়বার তারকা জরিপ পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বিজয় মনোনীত হন। তিনি আরটিভি স্টার অ্যাওয়ার্ড অর্জন করেন ধারাবাহিক নাটকের শ্রেষ্ঠ অভিনেতা এক ঘণ্টার নাটক টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্র এবং কেন্দ্রীয় চরিত্রে) বিজয়ী এবং মনোনীত হন। এছাড়া মোশাররফ এখন পর্যন্ত নাটক চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে অনেক পুরস্কার সম্মাননা লাভ করেছেন

সোশ্যাল মিডিয়া

মোশাররফ এর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর অভিনেতা যার ফেসবুক ইনস্টাগ্রামে অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ২০ লাখের উপরে এবং ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা ১০ লাখের উপরে। মোশাররফ এর ফেসবুক ইনস্টাগ্রাম পেজটি  ভেরিফাইড

§                  https://www.facebook.com/PageMosharrafKarim

§                  https://instagram.com/mosharraf_karim?utm_medium=copy_link

মোশাররফ বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে মোশাররফ সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে

মোশাররফ এর বয়স কত?

৪৯ বছর (২০২১ সালে)

মোশাররফ করিম এর জন্মস্থান কোথায়?

তার পৈতৃক নিবাস বরিশালে

মোশাররফ করিমের শিক্ষাগত যোগ্যতা কি?

মোশাররফ করিম মাস্টার্স পাশ করেছেন

মোশাররফ করিমের স্ত্রীর নাম কি?

রোবেনা রেজা জুঁই

মোশাররফ করিমের উচ্চতা কত?

ফুট ইঞ্চি

Post a Comment

0 Comments