Header Ads Widget

Responsive Advertisement

তানজিন তিশা জীবনী | Biography of Tanjin Tisha

তানজিন তিশা। জীবনী, অভিনয় জীবন ও অর্জন ।

 তানজিন তিশা বাংলাদেশের ছোট পর্দার তুখোড় অভিনেত্রী গুলোর মধ্যে একজন৷ ইতিমধ্যেই অসংখ্য নাটক এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।  তিনি একইসঙ্গে মডেল-অভিনেত্রী টেলিভিশন উপস্থাপিকা। অভিনয় জগতে প্রথম পদার্পণ হয় 2015 সালের 18 সেপ্টেম্বর। তবে এর আগেও তিনি ইউটিউবে রিজভী ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া “চোখেরি পলকে” মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। তখন থেকেই তাঁর জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়তে থাকে। জনপ্রিয় এই মডেলের সম্পর্কে জানার আগ্রহ অনেকেরই রয়েছে। আর সে জন্যই তো আমরা আজকে তানজিন তিশা জীবনী নিয়ে এই পোস্ট সাজিয়েছি।


তানজিন
তিশার অভিনয় জীবন

শুরুটা ছিলো ফ্যাশন শো এর মাধ্যমে।  সুতরাং মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে পদার্পণ হয়। তার তবে অমিতাভ রেজা পরিচালিত রবির একটি বিজ্ঞাপনের মাধ্যমে মূলত তিনি প্রধান চরিত্র হিসেবে সকলের সামনে আসেন। রবির বিজ্ঞাপনই ছিল তার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার মতো একটি ঘটনা। এরপর বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। তবে ইমরান মাহমুদুল এর গান “বলতে বলতে চলতে চলতে” মিউজিক ভিডিওতে অভিনয় করার মাধ্যমে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। এরপর 2019 সালে ঈদুল আজহায় তাকে দেখা যায় বেশ কয়েকটি নাটকে অভিনয় করতে। নাটকে কাজ করার সময় তিনি সজল, আরেফিন নিশো, জিয়াউল হক অপূর্ব এদের সঙ্গে অভিনয় করেছেন। অভিনয় করতে গিয়ে এ পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে তার অভিনয়ের সবচেয়ে ভালো দিক এটা যে তিনি সকল চরিত্রের সঙ্গে মিশে যান। কাজের মেয়ে  থেকে শুরু করে ধনীর দুলালী প্রায় সকল চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন তিনি। এছাড়াও সাম্প্রতিক সময়ে তার একই নাটকে তাকে দেখা যেতে চলেছে দিনমজুর হিসেবে। সকল চরিত্রই কিন্তু তিনি অসাধারণ অভিনয় করেছেন।

তানজিন তিশার জীবনী

 

তানজিন তিশা জন্মগতভাবেই ঢাকার মেয়ে। তিনি 1993 সালে ঢাকার সিদ্ধেশ্বরীতে জন্মগ্রহণ করেন। তানজিন তিশা নিজে কখনো তার পিতা মাতা সম্পর্কে কিছু বলেন নি। যার ফলে তাঁর পারিবারিক জীবন সম্পর্কে খুব বেশি একটা তথ্য জানা যায়নি। তিনি মাধ্যমিক  এবং উচ্চমাধ্যমিক লেখাপড়া করেছেন ঢাকার সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। ছোটবেলা থেকে অভিনয় এবং নাচ শেখার প্রতি খুবই আগ্রহ ছিল তার। তার পিতা-মাতা তাকে নাচ শেখার প্রতি উৎসাহিত করতেন। নাচ শেখার পর তিনি চেষ্টা চালিয়ে যান অভিনয় জগতে প্রবেশের। তবে অভিনয় করতে গিয়ে তিনি নিজে লেখাপড়ায় কখনো অমনোযোগী হননি  ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে তিনি লেখাপড়া করেছেন।

তবে এখনো তিনি তার লেখাপড়া চালিয়ে যেতে চান। তবে বিষয়টা এবার নিচের পেশাগত দিক অর্থাৎ চলচ্চিত্র এবং মিডিয়া নিয়েই। স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা অর্জন করতে চান তিনি৷ 

তানজিন তিশার অর্জন

অভিনয় সফলতা পরিমাপ করা হয় দর্শক জনপ্রিয়তা এবং অর্জিত পুরস্কার এর উপর। তিনি এ পর্যন্ত অনেকগুলো পুরস্কার এবং সম্মাননা অর্জন করেছেন। 2014 সালে নবীন শিল্পী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার জয়ী হন তিনি। এছাড়াও তার অভিনয়ের যে গুন রয়েছে। নিশ্চয়ই আরো বড় বড় সম্মাননা তার জন্য অপেক্ষা করছে৷ 

তানজিন তিশার সোশ্যাল মিডিয়া

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বেশ একটিভ এই অভিনয়শিল্পী।  মাঝে মধ্যেই দেখা যায় নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে বিভিন্ন স্ট্যাটাস আপডেট করেন। এছাড়াও ফ্যানদের উদ্দেশ্যে বিভিন্ন শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। তিনি একইসঙ্গে ফেসবুক এবং ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়। আপনারা চাইলেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা প্রায় সাড়ে তিন মিলিয়ন আর ফেসবুকে এই সংখ্যা 1.2 মিলিয়ন। তার ভেরিফাইড ফেইসবুক এবং ইনস্টাগ্রাম একাউন্ট এর লিংক নিচে দেওয়া হল।

§                  https://www.facebook.com/TanjinTishaTT

§                  https://www.instagram.com/tanjintisha/?hl=bn

গুনি এই অভিনয়শিল্পী তার অভিনয় চালিয়ে যাবেন এবং তার ভক্তদেরকে নিয়মিত আরো অনেক নাটক উপহার দেবেন এটাই প্রত্যাশা সকলের৷  অনেকেই মনে করেন তিনি হয়তো অল্প কিছুদিনের মধ্যে বড় পর্দায় অভিনয় শুরু করবেন।

তানজিন তিশা বয়স কত?

তানজিন তিশা বয়স ২৮ বছর (২০২১)

তানজিন তিশা কি বিবাহিত?

না, তিনি অবিবাহিত

তানজিন তিশার স্বামীর নাম কি?

তানজিন তিশা এখনও অবিবাহিত। (২০২১)

তানজিন তিশা উচ্চতা কত?

তানজিন তিশা উচ্চতা ফুট ইঞ্চি

তানজিন তিশা জন্ম তারিখ কত?

তানজিন তিশা জন্ম তারিখ ২৩ মে ১৯৯৩

Post a Comment

0 Comments