সিয়াম আহমেদ। নাটক, জীবনী, পরিবার ও শিক্ষা।
সিয়াম আহমেদ বাংলাদেশের একজন জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। সিয়াম টেলিভিশনের আত্মপ্রকাশ করে “ভালোবাসা ১০১”
নাটকে আফনানের ভূমিকায় অভিনয় করার মাধ্যমে। এরপর তিনি চলচ্চিত্র সহ বিভিন্ন
নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন। এই পোস্টে আমরা সিয়াম আহমেদের পরিচয়
সম্পর্কে জানার চেষ্টা করব।
বাংলাদেশের রাজধানী ঢাকা জেলায় জন্ম হয় জনপ্রিয় টেলিভিশন ও
চলচ্চিত্র অভিনেতা সিয়ামের। তিনি ২০১০ সালে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন ঢাকা
বিশ্ববিদ্যালয়ে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পরের বছর।পরবর্তীতে
তিনি আইন বিষয় নিয়ে উচ্চতর ডিগ্রির জন্য লেখাপড়া করেন যুক্তরাজ্যে
নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ে থেকে। সিয়াম জন্মগ্রহণ করেন ১৯৯০ সালে অর্থাৎ বলা
যেতে পারে তার বয়স ৩২ এর কাছাকাছি।
সিয়াম আহমেদ
এর পরিবার
সিয়ামের পরিবার সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে সিয়াম
এর স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী তারা ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
সিয়াম তার পরিবার সম্পর্কে তেমন কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নি
তাই সিয়াম এর পরিবার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
কর্মজীবন
সিয়াম টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন, উপস্থাপনা করছেন ২০১২ সাল থেকে। সিয়াম তার কর্মজীবন
শুরু করে রবির জন্য একটি বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে। “ভালোবাসা ১০১” ছিল তার প্রথম নাটক। এরপর সিয়াম অধিক নাটকে অভিনয় করেছেন এবং নাটকে অভিনয় করার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছেন। পোড়ামন ২ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক হয় ২০১৭ সালে।সিয়াম আহমেদ এর নাটক ও চলচ্চিত্রসিয়াম এই পর্যন্ত
অধিক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা।
চলচ্চিত্র
§
পোড়ামন ২: জাজ মাল্টিমিডিয়া পরিবেশনায় রায়হান রাফি পরিচালনায় এই
চলচ্চিত্রে তার পাশাপাশি অভিনয় করেন পূজা চেরি ও বাপ্পারাজ।
§
দহন: রায়হান রাফি পরিচালনায় জাজ মাল্টিমিডিয়া পরিবেশনে এই চলচ্চিত্রে
তার বিপরীতে অভিনয় করেন পূজা চেরি ও জাকিয়া বারী মম।
নাটক
§
নীল আবরন: তপু খান পরিচালিত এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও মেহজাবিন চৌধুরী।
§
ব্লু বার্ড: বঙ্গ বিডি এর পরিবেশনে অনন্য ইমন পরিচালিত এই নাটকে তার
বিপরীতে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর।
সিয়ামের অভিনিত চলচ্চিত্র এর মধ্যে পোড়ামন ২, দহন, ফাগুন হাওয়ায়,
বিশ্বসুন্দরী, শান ছুরি, পাপ-পূণ্য ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া
সিয়াম আরও অধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি এখন বাংলাদেশের জনপ্রিয় মুখ।
পুরস্কার
ও সম্মাননা
সিয়াম ২০১৭ সালে সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড বিজয়ী হন। ২০১৭
সালে তিনি শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের জন্য
মনোনীত হন।২০১৮ সালে দহন চলচ্চিত্রের জন্য সেরা চলচ্চিত্র অভিনেতার বাংলাদেশ
চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সুবর্ণজয়ন্তী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে
বিজয়ী হন। পোড়ামন ২ চলচ্চিত্রের জন্য ২০১৮ সালে তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার
জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার পান। তাছাড়া তিনি ২০১৮ সালে শ্রেষ্ঠ
অভিনেতা বিভাগে ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার বিজয়ী হন পোড়ামন ২ চলচ্চিত্রের
জন্য। সিয়াম তার অভিনয় এর জন্য এই পর্যন্ত অনেক অর্জিত পুরস্কার ও সম্মাননা লাভ
করেছেন।
সোশ্যাল
মিডিয়া
সিয়ামের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে।
তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর মানুষ যার
ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে অসংখ্য ফলোয়ার রয়েছে। এখন পর্যন্ত তিনি ইউটিউবে
সিলভার প্লে বাটন অর্জন করেছেন। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ২৫ লাখের উপরে
এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখের উপরে। সিয়ামের ফেসবুক ও
ইনস্টাগ্রাম পেজটি ভেরিফাইড।
§
https://www.facebook.com/teamsiamahmed
§
https://instagram.com/siam.ahmed?utm_medium=copy_link
§
https://youtube.com/channel/UC62Y13H8s6Zbj6TtAbSBWVQ
সিয়াম বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে
বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে সিয়াম সামনে আরও কাজ নিয়ে
আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে।
সিয়াম আহমেদ এর বয়স কত?
৩১ বছর (২০২১ সালে)
সিয়াম আহমেদ এর স্ত্রীর নাম কি?
শাম্মা রুশাফি অবন্তী।
সিয়াম আহমেদ এর উচ্চতা কত?
৫ ফুট ১০ ইঞ্চি।
সিয়াম আহমেদ এর জন্মদিন কবে?
২৯ মার্চ।

0 Comments