শাকিব খান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। তিনি বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। গণমাধ্যমে তিনি সুপারস্টার, কিং খান ও ঢালিউড কিং নামের সম্বোধিত। তিনি এখন পর্যন্ত অধিক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয় অভিনেতা হিসেবে আখ্যায়িত হয়েছেন। এই পোস্টে আমরা শাকিব খানের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।
শাকিব খানের জীবনী
শাকিব খান বাংলাদেশের গোপালগঞ্জ
জেলায় মুকসুদপুর উপজেলার রাঘদীতে জন্মগ্রহণ করেন। শাকিব এর অন্য নাম মাসুদ রানা। তার
পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। বাবার চাকরির জন্য তার বড় হয়ে ওঠা
নারায়ণগঞ্জ জেলায়। শাকিব জন্মগ্রহণ করেন ১৯৭৯ সালে অর্থাৎ বলা যেতে পারে তার বয়স
৪৩ এর কাছাকাছি।
শাকিব খানের পরিবার
শাকিবের পিতার নাম আব্দুর রব তিনি
একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার এক ভাই এক বোন রয়েছে। তারা
মোট তিন ভাইবোন। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব তার গুলশানের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের
সহশিল্পী অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন। তবে তাদের বিয়ের কথাটি গোপন রাখা হয়।
২০১৭ সালে অপু বিশ্বাস একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তাদের বিয়ের
করার কথা জানায়। বিয়ের পর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর।
তাদের সন্তানের নাম রাখা হয় আব্রাম খান জয়। শাকিব খান তালাকের জন্য আবেদন করেন ২০১৭
সালের ২২ নভেম্বর এবং তাদের তালাক হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। বাংলাদেশের
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল শাকিব খানের ২০১৮ সালে। ২০১৮ সালের
১০ নভেম্বর শাকিব বলেন যে ১১ নভেম্বর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন।
তবে তিনি তার সিদ্ধান্ত বদল করেন সেইদিন রাতেই। শাকিব জানায়, তিনি নির্বাচন করছেন
না। তিনি বলেন সিনেমার অভিনয় করার মাধ্যমে ও দেশের সেবা করা যায়। তার পর থেকে তিনি
আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলেনি। এরপর থেকে তিনি অনেক চলচ্চিত্র অভিনয়
করেছেন।
কর্মজীবন
শাকিবের অভিনয় জীবন শুরু হয় সোহানুর
রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রের পরিচালক শাকিব
সম্পর্কে জানায় “শাকিবের খোঁজ আমাকে দিয়েছে নৃত্য পরিচালক আজিজ রেজা। স্টিল ছবি দিয়েছিল
প্রথমে। খুব করে অনুরোধ করছিল শাকিবকে নেওয়ার জন্য। ওর জোরাজুরিতেই সামনাসামনি ছেলেটাকে
দেখতে চাইলাম।
আমাদের অফিসে নিয়ে এসেছিল আজিজ।
দেখেই আমাদের পছন্দ হয়েছিল। শাকিবের যোগ্যতা ছিল নায়ক হওয়ার। ওর মধ্যে এমন কিছু
দেখেছি বলেই তাকে সিনেমায় নিয়েছি। কেউ হয়তো তাকে নেওয়ার জন্য অনুরোধ করেছে বা আমি
সুযোগটা দিয়েছি। তবে আসল কথা হলো ও যোগ্য ছিল।” অনন্ত ভালোবাসা চলচ্চিত্রে অভিনয়
করার পর থেকেই শাকিব বিভিন্ন চরিত্রে অভিনয় করে আসছেন।শাকিব সভাপতি হিসাবে দায়িত্ব
পালন করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে জয়লাভ করে। ২০১৫
সালে তিনি পুনরায় সেই দায়িত্ব পান। ২০১৪ সালে শাকিব একটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা
করেন যার নাম এসকে ফিল্মস। তার পর থেকে তিনি আরও অধিক চলচ্চিত্রে প্রযোজনার কাজ করে
আসছেন। শাকিব অভিনয়ের পাশাপাশি অনেক মঞ্চ পরিবেশনাও করেছেন। এশিয়ান ডুপ্লেক্স সিটি
নামের একটি বিজ্ঞাপনচিত্রে মাধ্যমে শাকিব প্রথম বিজ্ঞাপনে অভিনয় করেন। তারপর থেকেই
তিনি বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করে আসছেন।
শাকিব
খানের চলচ্চিত্র
শাকিব এই পর্যন্ত অধিক চলচ্চিত্রে
অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা।
ধূমকেতু: শফিক হাসান পরিচালনায় লাইভ টেক চ্যানেলে পরিবেশিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন পরিমনি।
রাজাবাবু: বঙ্গ মুভিস এ পরিবেশিত
বাদল আলম খোকন পরিচালনায় এই চলচ্চিত্রে তার পাশাপাশি অভিনয় করেন অপু বিশ্বাস ও ববি।
বস গিরি: শামীম আহমেদ রনি পরিচালনায় বঙ্গ মুভিস এ পরিবেশিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি।
চাচ্চু আমার চাচ্চু: সিডি চয়েস মুভি ড্রামা চ্যানেলে
পরিবেশিত পিএ কাজল পরিচালনায় এ চলচ্চিত্রে তার পাশাপাশি অভিনয় করেন অপু বিশ্বাস ও দিঘি।
শাকিবের অভিনিত চলচ্চিত্র এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী, নাকাব, চালবাজ, ভাইজান এলো রে, শাহেনশাহ, শিকারি ও ডন নাম্বার ওয়ান ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া সিয়াম আরও অধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি এখন বাংলাদেশের জনপ্রিয় মুখ।
পুরস্কার ও সম্মাননা
সাকিব তার কর্মজীবনে অনেক পুরস্কার
ও সম্মাননা পেয়েছেন তার মধ্যে তিনি চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটটি মেরিল-প্রথম
আলো পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পুরস্কার অর্জন করেছেন। তিনি
চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে। এছাড়াও তিনি
চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে আরও অধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।
সোশ্যাল মিডিয়া
শাকিবের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে
অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের
প্রথম সারীর অভিনেতা যার ফেসবুক ও ইনস্টাগ্রাম অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ফেসবুক পেজের
ফলোয়ার সংখ্যা ৫০ লাখের উপরে এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৫ লাখের উপরে। শাকিবের
ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি ভেরিফাইড।
§
https://www.facebook.com/iamShakibKhanbd
§
https://instagram.com/theshakibkhan?utm_medium=copy_link
শাকিব বর্তমানে বাংলাদেশের একজন
জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে
শাকিব সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে।
শাকিব খানের বয়স কত?
৪২ বছর (২০২১ সালে)
শাকিব খানের উচ্চতা কত?
৬ ফুট ২ ইঞ্চি।
শাকিব খানের স্ত্রীর নাম কি?
অপু বিশ্বাস।
শাকিব খানের জন্ম কোথায়?
তিনি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় মুকসুদপুর উপজেলার রাঘদীতে জন্মগ্রহণ
করেন।

0 Comments