মেহজাবিন চৌধুরী। জীবনী, অভিনয় ও শিক্ষা।
বর্তমানে বাংলাদেশের মডেলিং জগতকে একদম নিজের আওতায় রেখে দেওয়া একজন অভিনেত্রীর নাম মেহজাবিন চৌধুরী। 2009 সালে চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মডেলিং জগতে পদার্পণ করেন। তারপর থেকে একের পর এক সফল নাটক উপহার দিয়েছেন। তিনি নাটকের পাশাপাশি তিনি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। মেহজাবিন চৌধুরীর প্রথম নাটক ছিল তুমি থাকো সিন্ধুপারে এই নাটকে তার সঙ্গে অভিনয় করেছেন মাহফুজ। এই পোস্টে আমরা মেহজাবিন চৌধুরীর বায়োগ্রাফি সম্পর্কে জানার চেষ্টা করব।
মেহজাবিন চৌধুরীর জীবনী
বাংলাদেশের চট্টগ্রাম জেলায়
জন্ম এই গুণী অভিনয়শিল্পীর। তবে শৈশব কেটেছে সংযুক্ত আরব আমিরাতে। মেহজাবিন চৌধুরীর
পুরো নাম মেহজাবিন শান্তা মরিয়ম। লেখাপড়ায় ছিলেন বেশ মনোযোগী। তিনি বিশ্ববিদ্যালয়ে
ফ্যাশন ডিজাইনিংয়ের শিক্ষার্থী ছিলেন এক সময়। আর সেখান থেকেই ইচ্ছে হয় অভিনয়জগতে
পদার্পণের। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি লাক্স সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ
করেন এবং নির্বাচিত হন। পরিবারে পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। মেহজাবিন চৌধুরীর
পিতার নাম মহিউদ্দিন চৌধুরী এবং মাতার নাম গাজআলা চৌধুরী।মেহজাবিন চৌধুরী জন্মগ্রহণ
করেন 19 এপ্রিল 1991 অর্থাৎ বলা যেতে পারে বর্তমানে তার বয়স প্রায় ত্রিশোর কাছাকাছি।
মেহজাবিন চৌধুরীর অভিনয় জীবন
2009 সালে
চ্যানেল আই সুপারস্টার বা সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তার প্রথম নাটক “তুমি থাকো সিন্ধুপারে” অভিনয় করার পর তিনি একের পর এক নাটক এবং বিজ্ঞাপনের অফার পেতে থাকেন। একসময় তিনি ছিলেন বাংলালিংকের প্রধান বিজ্ঞাপন আর্টিস্ট। সেই বিজ্ঞাপনগুলোর মাধ্যমেই তিনি দর্শক এর কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত সবচেয়ে জনপ্রিয় নাটকটি হচ্ছে “বড় ছেলে” যে নাটকে অভিনয় করেছিলেন জিয়াউল হক অপূর্ব। এছাড়াও মেহজাবিন চৌধুরী অসংখ্য নাটকে অভিনয় করেছেন এবং তাকে দেখা গেছে বিভিন্ন অভিনেতাদের সঙ্গে বিভিন্ন চরিত্রে। অভিনয়ের পাশাপাশি 2020 সালে
তিনি প্রথম নাটকের গল্প লেখার কাজ শুরু করেন তার লিখিত প্রথম গল্প ছিল “থার্ড আই”।
মেহজাবিন
চৌধুরীর
নাটক
মেহজাবিন চৌধুরি এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করেছেন তার মধ্যে কিছু নাটক দর্শক জনপ্রিয়তা এতটাই বেশি যে এই নাটকগুলো ক্লাসিক এর মতো জনপ্রিয় হয়ে রয়েছে এখনো মানুষের মনে মেহজাবিন চৌধুরীর বিখ্যাত কিছু নাটক সম্পর্কে এখন আপনাদেরকে জানাতে চলেছি।
§
বড় ছেলেঃ
সাম্প্রতিক সময়ে বাংলা নাটকের রেকর্ড ভেঙ্গেছে বড় ছেলে এই নাটকটি প্রচারিত হওয়ার পরেই সারাদেশে সাড়া ফেলে দেয় বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই এই নাটকটি অন্তত একবার হলেও দেখেছে অথবা এর গল্প শুনেছে এই নাটকটিতে মেহজাবিন চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব নাটক ফুটে উঠেছে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের উপরে থাকা দায়িত্বের বিষয়টি।
§
ভালোবাসা 101ঃ
এটি এটিও মেহজাবিন চৌধুরীর আরো একটি জনপ্রিয় নাটক এটি মূলত তরুন প্রজন্ম কে নিয়ে এই নাটকটিতে মেহজাবিন চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন শিয়াম আহ্মেদ মিশু সাব্বির সাফা কোভিদ সহ আরো অনেকে।
§
আনম্যারেডঃ মেহজাবিন
চৌধুরীর এই নাটকে তার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ নিউ বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা।
মেহজাবিন চৌধুরী এখন পর্যন্ত যতগুলো নাটকে অভিনয় করেছেন এবং তার মধ্যে যতগুলো জনপ্রিয়তা অর্জন করেছে সে গুলোকে খুজে বের করে একটা তালিকা নিয়ে আসা খুবই কষ্টসাধ্য ব্যাপার কারন তার নাটকের সংখ্যা এত বেশি এবং সেখানে সফল নাটক অনেক রয়েছে তবে এই তিনটি নাটক সবচেয়ে বেশি জনপ্রিয় তার অন্য নাটকগুলোর মধ্যে রয়েছে রিনি, আশা, অক্সিজেন, প্রেম, ব্ল্যাক রোজ সহ অসংখ্য।
মেহজাবিন চৌধুরী অর্জিত পুরস্কার ও সম্মাননা
অভিনয়ে পারদর্শিতার
স্বীকৃতিস্বরূপ এখন পর্যন্ত অনেকগুলো সম্মাননা এবং পুরস্কার অর্জন করেছেন তিনি। এর মধ্যে চার বার মেরিল প্রথম আলো পুরস্কার এর জন্য মনোনীত হয়েছেন। তার মধ্যে দুইবার তিনি বিজয়ী হয়েছেন। এছাড়াও তিনি আরটিভি স্টার অ্যাওয়ার্ড
অর্জন করেছেন একবার। তিনি ইউটিউব থেকে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড ও অর্জন করেছেন।
মেহজাবিন
চৌধুরীর
সোশ্যাল
মিডিয়া
এই অভিনেত্রীর অসংখ্যা ফ্যান ফলোয়ার রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি হয়তো বাংলাদেশের প্রথম সারির নারী অভিনেত্রী যার এত বেশি ফলোয়ার্স ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে রয়েছে। এখন পর্যন্ত তিনি ইউটিউব থেকে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা প্রায় 16 লাখ এর কাছাকাছি। তবে সেটি ভেরিফাইড ফেইসবুক পেজ নয়। তার ভেরিফাইড কোন ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়নি।
§
https://www.instagram.com/mehazabien/?hl=en
§
https://www.facebook.com/iamMehazabien/
§
https://www.youtube.com/channel/UChzQ2xmMfIHgHBStSoDz6xw
এই সময় অর্থাৎ 2021 সালে
এসে যদি কেউ জিজ্ঞেস করে বর্তমান সময়ের সবচেয়ে দাপুটে ছোটপর্দার অভিনেত্রী কে তাহলে এক কথায় উঠে আসবে মেহজাবিন চৌধুরীর কথা। তিনি একইসঙ্গে যেমন অভিনয়ে পারদর্শী। তেমনি মিলে যেতে পারেন যে কোন চরিত্রে। তাইতো দর্শকরা প্রত্যাশা করে সামনে আরো অসংখ্য কাজ নিয়ে আসবেন এবং দর্শক দের আরো ভালো কাজ উপহার দেবেন।
মেহজাবিন চৌধুরীর বয়স কত?
মেহজাবিন চৌধুরীর বয়স ৩০ (২০২১ সালে)
মেহজাবিন চৌধুরীর ভাই বোন কয় জন?
মেহজাবিন চৌধুরীর ভাই বোন ৫ জন।
মেহজাবিন চৌধুরীর উচ্চতা কত?
মেহজাবিন চৌধুরীর উচ্চতা 6 ফুট
3 ইঞ্চি।
মেহজাবিন চৌধুরীর সম্পদের পরিমাণ কত?
মেহজাবিন চৌধুরীর সম্পদ ১৬০ কোটি টাকা (২০২১ ফেব্রুয়ারী)
মেহজাবিন চৌধুরীর জন্ম দিন
মেহজাবিন চৌধুরীর জন্ম দিন 19 এপ্রিল।

0 Comments