Header Ads Widget

Responsive Advertisement

তৌসিফ মাহবুব জীবনী | Biography of Tousif Mahbub

 তৌসিফ মাহবুব। নাটক, জীবনী, অভিনয় ও শিক্ষা।

তৌসিফ মাহবুব বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতার নাম। তৌসিফ অভিনয় জীবন শুরু করে ২০১৩ সালে এয়ারটেল পরিবেশিত অল টাইম দৌড়ের উপর নাটকের মাধ্যমে। তৌসিফ নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। তৌসিফ বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। এই পোস্টে আমরা তৌসিফ মাহবুবের  পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।


তৌসিফ মাহবুবের জীবনী

বর্তমান বাংলাদেশের ভোলা জেলায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ । তার প্রকৌশলী হবার ইচ্ছা ছিল অভিনয় জগতে আসার আগে। তিনি প্রকৌশলীর একটি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তবে পড়ালেখাটা শুধু ক্যারিয়ার এর মধ্যে সীমাবদ্ধ আছে অভিনয় জগতে আসার পর। অভিনয় জগতে এসে তৌসিফ অনেক নাটক উপহার দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয় জগতে আসার পর থেকে তৌসিফ আর পেছন ফিরে তাকাতে হয়নি। তৌসিফ মাহবুব ৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে জান্নাতুল ফেরদৌস জারা কে বিয়ে করেন। তৌসিফ মাহবুব ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ৩৩ এর কাছাকাছি।

তৌসিফ মাহবুবের কর্মজীবন

র‌্যাম্পের মাধ্যমে প্রথম মিডিয়াতে আসেন তৌসিফ। এর পরে তিনি নেসক্যাফের ‘গেট সেট গো’ বিজ্ঞাপনে আদনান আল রাজিবের পরিচালনায় গিটারিস্টের ভূমিকায় অভিনয় করেন  ২০১০ সালের দিকে। ২০১৩ সালে ৪ বছর পর টিভিসি করায় রাজিব এর পরিচালনায় এবং এয়ারটেল পরিবেশিত “অল টাইম দৌড়ের উপর” নাটকে তিনি প্রথম কাজ করেন। তিনি এ পর্যন্ত অনেক নাটকে অভিনয় করেছেন। তাছাড়া তিনি নাটক ছাড়া বিজ্ঞাপনে অভিনয় করেছেন। তার বিখ্যাত নাটক সমূহগুলো হলো: যাযাবর, ফেসবুক ও ইতিকথা ও কলিং বেল ইত্যাদি। এছাড়া তিনি আরও অসংখ্য নাটক করে জনপ্রিয়তা লাভ করেছে। তৌসিফের নাটক গুলো বাংলাদেশের মানুষের কাছে নয় ভারতের পশ্চিমবঙ্গের মানুষের কাছেও বেশ জনপ্রিয়।

তৌসিফ মাহবুবের নাটক

ফাহিম দ্যা গ্রেট ফাজিল: মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেছেন সাফা কবির

বিএফএফ: গোল্লাছুট এন্টারটেইনমেন্টে প্রকাশিত মেহেদি হাসান হৃদয় এর পরিচালিত এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেছেন অহনা রহমান।

পপুলার প্রেমিক: সৈকত রেজা পরিচালিত সিএমভি চ্যানেলে প্রকাশিত এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিন।

গার্লফ্রেন্ডের চাপ: রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর

এছাড়া তিনি আরোও অনেক নাটক উপহার দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে।

তৌসিফ মাহবুবের সোশ্যাল মিডিয়া

তৌসিফের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর মানুষ যার ফেসবুক ও ইনস্টাগ্রামে অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ২০ লাখের উপরে। তৌসিফের ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার সংখ্যা ২৫ লাখের কাছাকাছি। তৌসিফের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি ভেরিফাইড। তাছাড়া তার ফেসবুক ভেরিফাইড প্রোফাইল ও রয়েছে।

https://www.facebook.com/TawsifMahbub

https://www.facebook.com/mahbubtawsif

https://instagram.com/tawsifmahbub?utm_medium=copy_link

তৌসিফ বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে তৌসিফ সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে।

তৌসিফ মাহবুবের বয়স কত?

৩২ বছর (২০২১ সালে)

তৌসিফ মাহবুব এর জন্মস্থান

তৌসিফ ভোলা জেলায় জন্মগ্রহণ করেন।

তৌসিফ মাহবুব এর বাড়ি কোথায়

তৌসিফ এর দেশের বাড়ি কোথায় ভোলা জেলায়।

তৌসিফ মাহবুব এর স্ত্রী

তৌসিফ ৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে জান্নাতুল ফেরদৌস জারা কে বিয়ে করেন।

তৌসিফ মাহবুব বিয়ে

তৌসিফ ৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে জান্নাতুল ফেরদৌস জারা কে বিয়ে করেন।

Post a Comment

0 Comments