Header Ads Widget

Responsive Advertisement

আরফান নিশ জীবনী | Biography of Afran Nisho

 আরফান নিশো জীবনী, নাটক, অভিনয় ও শিক্ষা

আরফান নিশো বর্তমানে বাংলাদেশের অভিনয় জগতের সবচেয়ে জনপ্রিয় মডেল এবং টেলিভিশন অভিনেতা। তিনি ২০০৩ সাল থেকে টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন ৮০০ টিরও বেশি। নিশো তার অভিনয়ের মধ্যে দিয়ে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। এই পোস্ট এ আমরা নিশোর পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।


আরফান নিশোর জীবনী

বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় মুখ তিনি। আরফান নিশোর পুরো নাম আহমেদ ফজলে রাব্বী নিশো। মো. আবদুল হামিম মিয়া নিশোর বাবা ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একজন মুক্তিযোদ্ধা। নিশোর বাবা ১ অক্টোবর ২০২০ সালে ফুসফুসে ক্যানসারজনিত রোগে ভুগে মৃত্যুবরণ করেন। নিশো এসএসসি পাস করেন ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এবং এইচএসসি পাস করেন ঢাকা কলেজ থেকে। আরফান নিশোর ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ৪১ এর কাছাকাছি।

আরফান নিশোর কর্মজীবন

নিশোর অভিনয় যাত্রা শুরু হয় অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে। আফজাল হোসেনের প্রতিষ্ঠানে তাকে ডাক দেয় “টকিজ” স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য। নিশো ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিনজার ফ্লেভারের একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নেন থাইল্যান্ডে গিয়ে। তাছাড়া তিনি অধিক পরিচালকের সাথে কাজ করেছেন। গাজী রাকায়াতের পরিচালিত ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে তিনি নাটক জগতে পা রাখেন ‌

আরফান নিশোর নাটক

নিশো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পুরুষ মডেলদের মধ্যে একজন। কেউ যদি তাকে সবচেয়ে জনপ্রিয় মডেলের খেতাবটিও দিয়ে দেয় তাতেও ভুল হবেনা। কারণ তিনি এখন বাংলাদেশের যুব সমাজের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। তার এই জনপ্রিয়তার প্রধান কারণ হচ্ছে তার বিখ্যাত নাটক এবং তার অভিনয় করার ধরন এবং চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার প্রবণতা।  নিশো অভিনীত সবচেয়ে জনপ্রিয় নাটক গুলোর লিস্ট করা আসলে খুবই কঠিন তবে আমরা চেষ্টা করেছি তার জনপ্রিয় কয়েকটি নাটক আপনাদের সামনে তুলে ধরতে।

বুকের বাঁ পাশেঃ নিশো যে কয়টি নাটকের জন্য পুরস্কার পেয়েছেন তার মধ্যে এটি একটি। এই নাটকটি 2016 সালে মেরিল প্রথম আলো পুরস্কার জন্য মনোনীত হয়। তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বিজয়ী হন। এই নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আরো এক জনপ্রিয় মডেল মেহজাবিন চৌধুরী

ছেকা খেয়ে বেঁকাঃ ছেকা খেয়ে বেঁকা তার আর একটি জনপ্রিয় নাটক। এই নাটকে তার সাথে আর অভিনয় করেছেন সাবিলা নূর

যোগ বিয়োগঃ যোগ বিয়োগ নিশোর আরো একটি পুরস্কার প্রাপ্ত বাংলা নাটক। এটিও বেশ জনপ্রিয়। এই নাটকটিতে আরফিন নিশু সঙ্গে আরও অভিনয় করেছেন তানজিন তিশা ও তাসনিয়া ফারিয়া। 

এই শহরে ভালোবাসা নেইঃ নিশো 2019 সালে আরো একটি পুরস্কার অর্জন করেন। সেটি হচ্ছে আরটিভি স্টার অ্যাওয়ার্ড। এই পুরস্কারটি তিনি অর্জন করেছিলেন এই শহরে ভালোবাসা নেই নাটক টি করার মাধ্যমে। এই নাটকে  চরিত্র সঙ্গে তানজিন তিশা

এছাড়া তিনি আরো অনেক নাটক উপহার দিয়েছেন। তার নাটক গুলোর মধ্যে পেক্ষার ফটোগ্রাফি, আঁধার ও আলো , বাদল দিনের প্রথম কদম ফুল, চলো না বৃষ্টিতে ভিজি, অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন।

আরফান নিশোর পুরস্কার ও সম্মাননা

আরফান নিশো এখন পর্যন্ত অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এবং তিনি অধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। নিশো ২০১৬ খ্রিষ্টাব্দে মেরিল-প্রথম আলো পুরস্কার “সেরা অভিনেতা (টিভি)” পুরস্কার পেয়েছেন টিভি নাটক যোগ বিয়োগ-এ অভিনয়ের জন্য। ২০১৮ সালে নিশো বুকের বাঁ পাশে নাটকের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। ২০১৯ সালে ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা – কেন্দ্রীয় চরিত্র বিভাগে তিনি আরটিভি স্টার অ্যাওয়ার্ড পান। তাছাড়া তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম ভিত্তিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা – কেন্দ্রীয় চরিত্র বিভাগে ২০১৯ সালে মনোনীত হন।

আরফান নিশোর সোশ্যাল মিডিয়া

আরফান নিশোর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর মানুষ যার ফেসবুক ও ইনস্টাগ্রাম অসংখ্য ফলোয়ার রয়েছে।

https://www.facebook.com/afrannishopage/

https://www.instagram.com/afraannisho/?hl=en 

নিশো বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে নিশো সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে।

আরফান নিশোর বয়স কত?

নিশোর বয়স ৪০ বছর (২০২১ সালে)

আরফান নিশোর ভাই বোন কতজন?

নিশোর ভাই বোন ৩ জন।

আরফান নিশোর উচ্চতা কত?

তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।

আরফান নিশোর জন্মদিন কবে?

নিশোর জন্মদিন ৮ ডিসেম্বর।

নিশো কি বিবাহিত?

আরেফিন নিশো বিবাহিত এবং তার স্ত্রীর নাম তাস্রিন।

Post a Comment

0 Comments