Header Ads Widget

Responsive Advertisement

জিয়াউল ফারুক অপূর্ব জীবনী | Biography of Ziaul Farooq Apurba

 জিয়াউল ফারুক অপূর্ব। জীবনী, নাটক, অভিনয় শিক্ষা

জিয়াউল ফারুক অপূর্ব বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মডেল  অভিনেতা অপূর্বর তার ছোট নাম। অপূর্বর কর্মজীবন শুরু হয় টেলিভিশন নাটকের অভিনয় দিয়ে। গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে ২০১৪ সালে তার বড় পর্দায় অভিষেক হয়। অপূর্ব অভিনয়ের পাশাপাশি সঙ্গীত প্রাকটিস করতো। এই পোস্টে আমরা অপূর্বর পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব


জিয়াউল
ফারুক  অপূর্বর জীবনী

বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন অভিনেতা অপূর্ব। অপূর্বর শোবিজে আগ্রহ ছিল বাল্যকাল থেকেই। অপূর্ব ইউ গট দ্য লুকসঅনুষ্ঠানেমিঃ বাংলাদেশখ্যাতি লাভ করেন ২০০২ সালে। ২০১০ সালের ১৮ আগস্ট মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ভালোবেসে বিয়ে করেন। ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজিবের সাথে তার সম্পর্কের কথা জানতে পেরে বিবাহবিচ্ছেদ করে। তারপর ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। অপূর্ব অদিতির একটি সন্তান হয় তার নাম জায়ান ফারুক আয়াশ। ১৭ মে ২০২০ তারিখে অদিতির সাথে অপূর্বর বিবাহ বিচ্ছেদ হয়। অপূর্ব ফুটবল খেলায় ব্রাজিল টিমের সাপোর্টার

অপূর্ব ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ৩৭ এর কাছাকাছি

জিয়াউল ফারুক অপূর্বর কর্মজীবন

অমিতাভ রেজা চৌধুরী নির্দেশিত নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে অপূর্বর কর্মজীবন শুরু হয়। অপূর্ব গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন ২০০৬ সালে। অপূর্ব নিজেরএএসআই ক্রিয়েশন লিমিটেডপ্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন এবং ব্যাকডেটেড নামক টেলি চলচ্চিত্র পরিচালনা করেন ২০১২ সালে অপূর্ব ভালোবাসার চতুষ্কোণ ধারাবাহিক নাটকের কণ্ঠ দেন শিরোনামের গানে। আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে অপূর্বর চলচ্চিত্রে অভিষেক হয়। এছাড়াও অপূর্ব আরো অধিক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছে। ২০১৮ সালে তিনি গল্পগুলো আমাদের- নাটকে অভিনয় করেন। অপূর্ব পর্যন্ত অনেক নাটক উপহার দিয়েছেন এবং তিনি তার অভিনয়ের মধ্য দিয়ে অধিক জনপ্রিয়তা লাভ করেছেন

জিয়াউল ফারুক অপূর্বর নাটক

অপূর্ব তার অভিনয় ক্যারিয়ার শুরু করার পর থেকে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করেছেন। যার মধ্যে বেশিরভাগই দর্শক জনপ্রিয়। আমরা চেষ্টা করেছি তার সব জনপ্রিয় নাটকের একটা লিস্ট আপনাদের কাছে উপহার দিতে। নিচে অপূর্বর কয়েকটি জনপ্রিয় নাটকের নাম দেওয়া হল

বড় ছেলেঃ  আধুনিক বাংলা নাটকের মধ্যে সবচেয়ে সেরা নাটকের নাম যদি বলতে হয় তাহলে বলতে হবে বড় ছেলের কথা। এই নাটকটিতে অভিনয় করে জিয়াউল ফারুক অপূর্ব মেরিল প্রথম আলো পুরস্কার ভূষিত হয়েছেন। এটিই তাঁর অভিনীত সবচেয়ে জনপ্রিয় নাটক। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছে আরও এক জনপ্রিয় মডেলমেহজাবিন চৌধুরী 

এক্স ফ্যাক্টরঃ   এক্স ফ্যাক্টর অপূর্ব অভিনীত আরো একটি জনপ্রিয় নাটক। এই নাটকটি 2008 সালে আরটিভিতে প্রচারিত হওয়ার পর দর্শকের ভালোবাসা পেতে শুরু করে। এই নাটকটি প্রথম আলো পুরস্কার জন্য মনোনীত হলোও বিজয়ী হতে পারেনি।  এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মিথিলা  

লেক ড্রাইভ লেনঃ  এই নাটকটি অপূর্বর একটি ধারাবাহিক নাটক যেখানে তার অভিনয়ের পারদর্শিতা সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে। নাটকটি 2015 সালে বাংলাদেশের জনপ্রিয় নাটক গুলোর মধ্যে একটি ছিল।  এই নাটকে আরো অভিনয় করেছেন তানভীন সুইটি। 

এছাড়াও অপূর্ব আরো অধিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন। তার অভিনীত কিছু জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ব্যাকডেটেড, মেহের নিগার, এতটা ভালোবাসি, দ্য হিরো।  এই নাটকগুলোতে জিয়াউল হক অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন বাংলা নাটকের অন্যান্য জনপ্রিয় অভিনেত্রীরা। 

জিয়াউল ফারুক অপূর্বর পুরস্কার সম্মাননা

অপূর্ব মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে অধিকবার শ্রেষ্ঠ টিভি অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন এবং বিজয়ী হয়েছেন। এছাড়া অপূর্ব আরো অধিক পুরস্কার পেয়েছেন। তবে এসব পুরষ্কারের চেয়েও বড় পুরস্কার তিনি অর্জন করেছেন তার অভিনয়ের মাধ্যমে আর সেটি হচ্ছে অসংখ্য মানুষের ভালোবাসা। 

জিয়াউল ফারুক অপূর্বর সোশ্যাল মিডিয়া

অপূর্বর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর মানুষ যার ফেসবুক, ইনস্টাগ্রাম ইউটিউবে অসংখ্য ফলোয়ার রয়েছে। এখন পর্যন্ত তিনি ইউটিউবে সিলভার প্লে বাটন অর্জন করেছেন। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৩৮ লাখের উপরে। অপূর্বর ইনস্টাগ্রাম ফেসবুক পেজটি  ভেরিফাইড

https://www.facebook.com/actor.apurba

https://instagram.com/actor.apurba?utm_medium=copy_link

https://m.youtube.com/c/ZiaulFaruqApurba1

অপূর্ব বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে অপূর্ব সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে

অপূর্বর বয়স কত?

অপূর্বর বয়স ৩৬ বছর। (২০২১)

অপূর্বর উচ্চতা কত?

অপূর্বর উচ্চতা .৮২ মিটার বা ফুট ১১ ইঞ্চি

অপূর্বর জন্মদিন কবে?

অপূর্বর জন্মদিন ২৭ জুন

অপূর্বর ছেলের নাম কি?

অপূর্বর ছেলের নাম জায়ান ফারুক আয়াশ

 

Post a Comment

0 Comments