Header Ads Widget

Responsive Advertisement

তাহসান খান জীবনী | Biography of Tahsan Khan

তাহসান খান। জীবনী, অভিনয় ও শিক্ষা।

তাহসান খান বাংলাদেশের অন্যতম বিখ্যাত একজন বাক্তিত্ত। তরুণ প্রজন্মের কাছে তিনি একজন আইডল। বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, পরিচালক, উপস্থাপক, মডেল ও অভিনেতার নাম তাহসান খান। তাহসান খান সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক, শিক্ষক ও অভিনেতার পেশায় কাজ করেছেন। এই পোস্ট এ আমরা তাহসান খান পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।



তাহসান খানের জীবনী

বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন তাহসান খান। তাহসান খান তিনি তাহসান নামে অধিক পরিচিত। বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান। তাহসান কন্যা সন্তানের বাবা হন ২০১৩ সালের ৩০ এপ্রিল। তার কন্যা সন্তানের নাম আইরা তাহরীম খান। তাহসান তার স্ত্রী মিথিলার সাথে ২০১৭ সালের ২০ জুলাই বিবাহ বিচ্ছেদ করে।তাহসান খান জন্মগ্রহণ করেন ১৮ অক্টোবর ১৯৭৯ অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ৪২ এর কাছাকাছি।

তাহসান খান শিক্ষা

তাহসান ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০০৪ সালের জানুয়ারি পর্যন্ত তাহসান ইউনিলিভারে কাজ করেছিলেন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কাজ করেছেন ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের জুন পর্যন্ত। তাহসান যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিং এ গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন ২০১০ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। ২০১০ সালের মে থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি শিক্ষকতা করছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাবএ। ২০১৩ সালের সেপ্টেম্বর এ তাহসান ব্রাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন।

তাহসান খানের পুরষ্কার ও সম্মাননা                            

তাহসান পারদর্শিতা স্বীকৃতিস্বরূপ এখন পর্যন্ত অনেকগুলো সম্মাননা এবং পুরষ্কার অর্জন করেছেন।এমধ্যে তাহসান ১০ম সিটিটেলচ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এ তার আধুনিক গান (গান: তুই চাইলে) এর জন্য পপুলার চয়েস বিভাগে সেরা গায়ক হিসেবে বিজয়ী হন। তাহসান ছুঁয়ে দিলে মন গান গেয়ে শ্রেষ্ঠ গায়ক হিসেবে বিজয়ী হন। তাছাড়া তিনি শ্রেষ্ঠ টিভি অভিনেতা ও শ্রেষ্ঠ গায়ক হিসেবে মনোনীত হন।

তাহসান খানের সোশ্যাল মিডিয়া

তাহসান  সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর মানুষ যার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে অসংখ্য ফলোয়ার রয়েছে। এখন পর্যন্ত তিনি ইউটিউবে সিলভার প্লে বাটন অর্জন করেছেন। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৯ লাখের উপরে। তাহসানের ফেসবুক পেজটি ভেরিফাইড।

  https://instagram.com/tahsankhan?utm_medium=copy_link 

  https://www.facebook.com/tahsanfans 

  https://youtube.com/c/tahsantv 

তাহসান বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী।তাইতো দর্শকরা প্রত্যাশা করে তাহসান সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে।

তাহসান খানের বয়স কত?

তাহসান খানের বয়স ৪১ বছর (২০২১ সালে)

তাহসান খানের উচ্চতা কত?

তাহসান খানের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।

তাহসান খানের জন্মদিন কবে?

তাহসান খানের জন্মদিন ১৮ অক্টোবর

তাহসান খানের মেয়ের নাম কি?

তাহসান খানের মেয়ের নাম আইরা তাহরীম খান।

তাহসান খানের বাসা কোথায়?

তাহসান খানের পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে।

Post a Comment

1 Comments