জিয়াউল
হক
পলাশ।
নাটক,
জীবনী,
পরিবার
ও
শিক্ষা।
জিয়াউল হক পলাশ (কাবিলা) বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। বর্তমানে তিনি ব্যাচেলার পয়েন্ট নামক ধারাবাহিক নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনি শুধু বাংলাদেশ এই নয় ভারতের পশ্চিমবঙ্গের অধিক মানুষের কাছে পরিচিত মুখ।
জিয়াউল হক পলাশ এর জীবনী
বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুরে জন্মগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা পলাশ। তিনি ব্যাংকিং বিষয়ে অনার্স শেষ করেন তিতুমীর কলেজ থেকে।২০০৯ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে এসএসসি পরীক্ষা ফেল করেন পলাশ তারপর এসএসসি পাস করেন ২০১০ সালে এবং এইচএসসি পাস করেন ২০১৩ সালে। পলাশ পর্যন্ত বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। ২০১৭ সালে পলাশ মানুষের মন জয় করেন জার্নি বাই লঞ্চ নাটক এর মাধ্যমে। পলাশ জন্মগ্রহণ করেন ১৯৯৩ সালে অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ২৯ এর কাছাকাছি।
জিয়াউল হক পলাশ এর পরিবার
পলাশের পরিবার সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। পলাশ তার পরিবার সম্পর্কে তেমন কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নি তাই পলাশ এর পরিবার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
কর্মজীবন
পলাশের কোন ইচ্ছা ছিল না অভিনয়ে আসার। তার ইচ্ছা ছিল একজন পরিচালক হবার। ফ্রেন্ড উইথ বেনিফিট নাটকটি তার প্রথম পরিচালিত নাটক। তবে পলাশ বর্তমানে নাটকের অভিনয় করার পাশাপাশি নাটকে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন।তবে ব্যাচেলার পয়েন্ট নাটক অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ব্যাচেলার পয়েন্টে তার চরিত্রের নাম কাবিলা সেই নামের ফলে বর্তমানে পলাশ কাবিলা নামেই বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে অধিক পরিচিত।
জিয়াউল হক পলাশ এর নাটক
পলাশ এই পর্যন্ত অধিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তার উল্লেখযোগ্য নাটক সমূহ গুলো হল:
§
ব্যাচেলর পয়েন্ট: কাজল আরেফিন অমি পরিচালনায় এই ধারাবাহিক নাটকে তার পাশাপাশি অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, শামীম হাসান সরকার, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া ও চাষী আলম।
§
টম এন্ড জেরি: গোল্লাছুট
চ্যানেলে পরিবেশিত কাজল আরেফিন অমি পরিচালনায় এ নাটকে তার পাশাপাশি অভিনয় করেন আরফান নিশো ও মেহজাবিন চৌধুরী।
§
নেটওয়ার্ক বিজি: কাজল আরেফিন অমি পরিচালনায় মাছরাঙ্গা টিভি অফিশিয়াল চ্যানেলে পরিবেশিত এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেছেন শামিম হাসান সরকার, নাদিয়া মিম ও মিশু সাব্বির।
§
এক্স গার্লফ্রেন্ড: সিনেমাওয়ালা চ্যানেলে পরিবেশিত কাজল আরেফিন অমির পরিচালনায় এই নাটকে তার বিপরীতে অভিনয় করেন আরফান নিশো ও তানজিন তিশা।
পলাশের অভিনীত নাটকের মধ্যে পলাশের অভিনীত নাটকের মধ্যে এক্স বয়ফ্রেন্ড, মি অ্যান্ড ইউ, ইনকমপ্লিট ও মুঠোফোনসহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। ফ্রেন্ড উইথ বেনিফিট ও সারপ্রাইজ নাটকে পরিচালনা করেছেন তিনি। এছাড়াও পলাশ জনপ্রিয়তা অর্জন করেন কাজল আরেফিন অমি পরিচালনার ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটকে অভিনয় করার মাধ্যমে। এই নাটকে তার চরিত্রের নাম ছিল কাবিলা। এই কাবিলা নামেই পলাশ বর্তমানে অধিক জনপ্রিয়।
সোশ্যাল মিডিয়া
পলাশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর অভিনেতা যার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে অসংখ্য ফলোয়ার রয়েছে। এখন পর্যন্ত তিনি ইউটিউবে সিলভার প্লে বাটন অর্জন করেছেন। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৩০ লাখের উপরে। পলাশের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি ভেরিফাইড।
§
https://www.facebook.com/ziaulhoquepolash.official
§
https://instagram.com/ziaulhoquepolash?utm_medium=copy_link
§
https://youtube.com/c/ZiaulHoquePolashOfficial
পলাশ বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে পলাশ সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে।
জিয়াউল হক পলাশ উচ্চতা
তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।
জিয়াউল হক পলাশ এর বয়স কত?
তার বয়স ২৮ বছর।

0 Comments