Header Ads Widget

Responsive Advertisement

নুসরাত ইমরোজ তিশা জীবনী | Biography of Nusrat Imroz Tisha

 

 

নুসরাত ইমরোজ তিশা। জীবনী, শিক্ষাজীবন বিখ্যাত কর্ম

নুসরাত ইমরোজ তিশা বাংলাদেশের একজন জনপ্রিয় মিডিয়া ব্যাক্তিত্ব, একাধারে তিনি মডেল, অভিনেত্রী গায়িকা। টিভি নাটকের মাধ্যমে নুসরাত ইমরোজ তিশা তার অভিনয় জীবন শুরু করলেও সাংস্কৃতিক অঙ্গনে তার পথচলা শুরু হয় মূলত গান দিয়ে। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা নুসরাত ইমরোজ  তিশা মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনে গানের মাধ্যমেই

নুসরাত ইমরোজ তিশার জীবনী 

নুসরাত ইমরোজ তিশার জন্ম ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি, রাজশাহীতে। শাহীন মাহফুজা হক এনামুল হক দম্পতির ঘরে জন্ম নেয়া নুসরাত ইমরোজ তিশা বছর বয়স থেকেই গানের দীক্ষা নেয়া শুরু করেন। শিশুশিল্পী হিসেবে গান গাওয়া নুসরাত ইমরোজ তিশা ১৯৯৭ সালে অনন্ত হীরারসাতপেড়ে কাব্যনামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। ২০০৩ সাল থেকে অভিনয় মডেলিং এর জগতে নিজের জায়গা গড়ে নেয়া শুরু করেন নুসরাত ইমরোজ তিশা। নুসরাত ইমরোজ তিশাএঞ্জেল ফোরনামের একটি ব্যান্ড দলও গঠন করেছিলেন। ব্যাক্তিগত জীবনে তিনি ২০১০ সালের ১৬ জুলাই টিভি চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন

নুসরাত ইমরোজ তিশার শিক্ষাজীবন 

রাজশাহী শহরেররিভারভিউ স্কুলনুসরাত ইমরোজ তিশার জীবনের প্রথম স্কুল। এরপর শহরের পি এন গার্লস স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়েন তিনি।  তারপর ঢাকায় এসে নুসরাত ইমরোজ তিশা ভর্তি হন ভিকারুন্নিসা নূন স্কুলে। গ্রাজুয়েশন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়থেকে

নুসরাত ইমরোজ তিশার বিখ্যাত কর্ম

কর্মজীবনে প্রচুর জনপ্রিয় সব নাটক করা নুসরাত ইমরোজ তিশাকে সবচেয়ে আলোচনায় নিয়ে আসা নাটকের নামনুরুল হুদা একদা ভালোবেসেছিল তার আরো কিছু জনপ্রিয় নাটক হচ্ছে, সিক্সটি নাইন, সুলতানা বিবিয়ানা, ওয়েটিং রুম, টেরাকোটাতাহমিনার দিনযাপন, ৪২০, সিকান্দার বক্স, এংগ্রি বার্ড, গুলবাহার, বোকা বাক্স, আজ নিতুর গায়ে হলুদ, লেডি কিলার, মুখ মুখোশের গল্প ইত্যাদি। 

নুসরাত ইমরোজ তিশার প্রথম অভিনীত চলচ্চিত্র মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আরেকটি আলোচিত সিনেমার নামডুব-নো বেড অব রোজেস এছাড়াও নুসরাত ইমরোজ তিশার ঝুলিতে রয়েছে রানওয়ে, টেলিভিশন, মেন্টাল, হালদা, ফাগুন হাওয়ায়, শনিবার বিকেল ইত্যাদির মতো সিনেমা।অস্তিত্ব হালদাসিনেমার জন্য নুসরাত ইমরোজ তিশা ২০১৬ ২০১৭ সালে জাতীয় পুরস্কার পান। এছাড়াও ২০০৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ১০ বার তিনি বিভিন্ন ক্যাটাগরিতে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন

 নুসরাত ইমরোজ তিশার জন্মতারিখ কত?

নুসরাত ইমরোজ তিশার জন্মতারিখ ২০ ফেব্রুয়ারী, ১৯৮৬

নুসরাত ইমরোজ তিশার পৈতৃক নিবাস কোথায়?

নুসরাত ইমরোজ তিশার পৈতৃক নিবাস রাজশাহী

নুসরাত ইমরোজ তিশার বৈবাহিক অবস্থা কী?

নুসরাত ইমরোজ তিশার বৈবাহিক অবস্থাবিবাহিত

নুসরাত ইমরোজ তিশার স্বামীর নাম কী?

নুসরাত ইমরোজ তিশার স্বামীর নাম মোস্তফা সারোয়ার ফারুকী 

নুসরাত ইমরোজ তিশা সোশ্যাল মিডিয়া

§                  https://www.facebook.com/TishaBDactressOfficial

§                  https://www.instagram.com/imrosetishanusrat/?hl=en

 

Post a Comment

0 Comments