Header Ads Widget

Responsive Advertisement

সাফা কবির জীবনী | Biography of Safa Kabir

 

সাফা কবির। জীবনী, নাটক, অভিনয় শিক্ষা

সাফা কবির বর্তমানে বাংলাদেশের একজন পরিচিত গল্পকার, চিত্রনাট্যকারমডেল  অভিনেত্রীর নাম। তিনি টেলিফিল্মের ১৮ অল টাইম দৌড়ের উপর অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে পথ শুরু করে।তারপর থেকে একের পর এক সফল নাটক উপহার দিয়েছেন। তিনি নাটকের পাশাপাশি তিনি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এই পোস্টে আমরা সাফা কবিরের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব



সাফা কবিরের জীবনী

বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই অভিনেত্রী। সাফা কবির বিবিএ ডিগ্রি লাভ করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে। তার বাবার নাম হুমায়ুন কবির সবুজ মাতার নাম জেসমিন কবির তিনি জন্মগ্রহণ করেন ২৯ আগস্ট ১৯৯৪ সালে অর্থাৎ বলা যেতে পারে বর্তমানে তার বয়স প্রায় ২৭ এর কাছাকাছি

সাফা কবিরের কর্মজীবন

তিনি অভিনয় জগতে পা রাখেন আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন প্রাণ পিনাট বার প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপনে। তিনি টেলিফিল্মের১৮ অল টাইম দৌড়ের উপরঅভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে তার পথ শুরু করে। এরপর তিনি অভিনয় করেন একটা মেয়ে নাটকে। সাফা কবিরভালোবাসা ১০১টেলিফিল্মে অভিনয় করেন ২০১৪ সালে। এছাড়া তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন এবং তাকে দেখা গেছে বিভিন্ন অভিনেতাদের সঙ্গে বিভিন্ন চরিত্রে। বর্তমানে সাফা কবির অভিনয় এর মাধ্যমে একজন জনপ্রিয় মুখ

সাফা কবিরের অর্জন

শুরু থেকেই অসাধারণ অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। প্রায় প্রত্যেকটি নাটক কমার্শিয়ালে অভিনয়ের পারদর্শিতা দেখিয়েছেন তিনি তিনি তার অভিনয়ের মাধ্যমে অনেক মানুষের মন জিতেছেন। সাফা কবির অসংখ্য পুরস্কার সম্মাননা পেয়েছেন। সাফা কবিরকে বাংলাদেশের প্রথম সারির অভিনেত্রী হিসেবে তুলনা করা হয়। তিনি এখনও তার অভিনয় চালিয়ে যাচ্ছেন। আশা করা যায় ভবিষ্যতেও তিনি অসাধারণ অভিনয়ের মাধ্যমে মানুষের ভালোবাসার পাশাপাশি স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কার অর্জন করবেন

সাফা কবিরের নাটক

এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এগুলোর মধ্যে প্রায় প্রত্যেকটিতেই তিনি ছিলেন লিডিং অ্যাক্টর। তার নাটকের সংখ্যা অনেক বেশি। এর মধ্যে বিভিন্নজন বিভিন্ন নাটকে মজা খুঁজে পেয়েছেন। তাই জনপ্রিয় নাটক কে আলাদা করে লিস্ট করা খুবই কঠিন। সেইজন্য  সম্প্রতি প্রচারিত তাঁর জনপ্রিয় কয়েকটা নাটক সম্পর্কে নিচে আপনাদের জন্য জানানো হলো

§                  ফাহিম দ্যা গ্রেট ফাজিলঃ  এটি সাফা কবিরের একটি ফানি নাটক। এখানে তার সঙ্গে অভিনয় করতে দেখা গেছে সাম্প্রতিক তাওসিফ মাহবুব। দুজনেই খুব ভালো অভিনয় করেছেন এই নাটকে

§                  ফাও গার্লঃ সাফা কবির এবং তৌসিফ মাহমুদ এই জুটির আরো একটি অসাধারণ নাটক ফাও গার্ল এই নাটকটিতে তারা দুজন অসাধারণ অভিনয় করেছেন। 

§                  ভাই কিছু বলতে চাইঃ ভাই কিছু বলতে চাই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন আরফান নিশো

§                  বিকাল বেলার ছাদঃ বিকাল বেলার ছাদ নাটকে অভিনয় করেছেন তিনি ফারহান আহমেদ জোভান

এগুলো মুলত নাম জানা কয়েকটি নাটক তার অভিনীত আরো কিছু জনপ্রিয় নাটক হলোঃ @১৮ অল টাইম দৌড়ের উপর, ফার্স্ট ইয়ার ড্যাম্ন কেয়ার, ড্রাইভার, অতঃপর আমরা, ছক্কা, এই গল্পের নাম নেই

সাফা কবিরের সোশ্যাল মিডিয়া

সাফা কবির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর অভিনেত্রী যার ফেসবুক, ইনস্টাগ্রাম ইউটিউবে অসংখ্য ফলোয়ার রয়েছে। এখন পর্যন্ত তিনি ইউটিউবে সিলভার প্লে বাটন অর্জন করেছেন। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৫০ লাখের কাছাকাছি। তার ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা ১০ লাখের উপরে। সাফা কবিরের ফেসবুক ইনস্টাগ্রাম পেজটি  ভেরিফাইড

§                  https://instagram.com/imsafakabir?utm_medium=copy_link

§                  https://www.facebook.com/safa.kabir.01

§                  https://youtube.com/channel/UCWrwn7VYBla-D8DcNn2aAZw

সাফা কবির বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। এই অভিনেত্রী এখন পর্যন্ত অনেক অভিনয় উপহার দিয়েছেন তাইতো দর্শকরা প্রত্যাশা করে সাফা কবিরের সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে

সাফা কবিরের বয়স কত?

সাফা কবিরের বয়স ২৬ বছর (২০২১ সালে)

সাফা কবিরের এর উচ্চতা কত?

তার উচ্চতা .৬৩ মিটার বা ফুট ইঞ্চি

সাফা কবিরের এর জন্মদিন কবে?

জন্মদিন ২৯ আগস্ট ১৯৯৪ সালে

Post a Comment

0 Comments