ইরফান সাজ্জাদ। নাটক, জীবনী, পরিবার ও শিক্ষা
ইরফান সাজ্জাদ বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা। তিনি প্রথম স্থান অর্জন করেন ২০১৩ সালে বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত পুরুষদের জন্য রিয়েলিটি-শো ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম- চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতায়। এছাড়াও তিনি অধিক নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। এই পোস্টে আমরা ইরফান সাজ্জাদ এর পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।
ইরফান সাজ্জাদ জীবনী
বাংলাদেশের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা ইরফান। তিনি পড়াশোনা করেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের। চট্টগ্রাম শহরের রাউজানে তার আদি নিবাস। এরফান জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালে অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ৩৩ এর কাছাকাছি।
ইরফান সাজ্জাদ
এর পরিবার
ইরফানের পরিবার সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ইরফান এর স্ত্রীর নাম শারমিন সাজ্জাদ। ইরফান তার পরিবার সম্পর্কে তেমন কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নি তাই ইরফান এর পরিবার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
কর্মজীবন
ইরফান চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তাঁর যাত্রা শুরু করেন ২০১৩ সালে ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম-চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতায়
বিজয়ী হওয়ার পর। তিনি অভিনয় শুরু করেন প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হবার পর টেলিফিল্ম ভালোবাসার গল্প মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত নাটকের মাধ্যমে। তিনি আরো অধিক নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছে। তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তিনি চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন।
ইরফান সাজ্জাদ
নাটক ও
চলচ্চিত্র
ইরফান এখন পর্যন্ত অনেক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে দর্শকদের কাছে একজন পরিচিত অভিনেতা।
চলচ্চিত্র
ভালোবাসা এমনই হয়: চ্যানেল
আই টিভি পরিবেশিত এই চলচ্চিত্রে তার পাশাপাশি অভিনয় করেছেন মিশু সাব্বির ও বিদ্যা সিনহা মীম।
মন জানেনা মনের ঠিকানা: চ্যানেল আই টিভি পরিবেশিত এই চলচ্চিত্রে তার পাশাপাশি অভিনয় করেছেন পরীমনি, মৌসুমী ও ফেরদৌস।
নাটক
50 50: রাজীব
রাসুল পরিচালনায় বঙ্গবিডি চ্যানেলে প্রকাশিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেন তানজিন তিশা।
ফ্যামিলি ড্রামা: বঙ্গবিডি চ্যানেলে প্রকাশিত হাসান রেজাউল পরিচালনায় দারাজ প্রেজেন্টস এ নাটকে তার পাশাপাশি অভিনয় করেন তানজিন তিশা।
ইরফান অনেক ধারাবাহিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তারমধ্যে শিরোনাম নেই, নিয়তি, মন বোঝেনা, ওয়েডিং গোল, তোমায় ভালোবাসি, চাম্পিয়ন ও পরিণামে তুমি নাটকে অভিনয় করেছেন ইরফান। এছাড়া তিনি আরও অনেক নাটক ও চলচ্চিত্র অভিনয় করেছেন। তার অভিনয়ের মাধ্যমে তিনি এখন দর্শকের কাছে পরিচিত মুখ।
পুরস্কার ও
সম্মাননা
ইরফান এখন পর্যন্ত তার অভিনীত অনেক চলচ্চিত্র নাটকে অভিনয় করেছেন তিনি। তিনি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। ইরফান তার অভিনয়ের জন্য তিনি অনেক অর্জিত পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
সোশ্যাল মিডিয়া
ইরফান এর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে
অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর অভিনেতা যার ফেসবুক ও ইনস্টাগ্রামে
অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ১ লাখের উপরে এবং ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা ৬০ হাজার এর উপরে। ইরফান এর ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম একাউন্টটি
ভেরিফাইড।
https://instagram.com/irfansajjad007?utm_medium=copy_link
https://m.facebook.com/IrfanSajjadOfficial/
ইরফান বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে ইরফান সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে। ইরফান বিভিন্ন নাটক চলচ্চিত্র অভিনয় করে দর্শকের কাছে একজন জনপ্রিয় অভিনেতা। ইরফানের জনপ্রিয়তা শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গে ও তার অনেক জনপ্রিয়তা রয়েছে।
ইরফান সাজ্জাদ এর বয়স কত?
৩২ বছর (২০২১ সালে)
ইরফান সাজ্জাদ এর উচ্চতা কত?
৫ ফুট ৯ ইঞ্চি।
ইরফান সাজ্জাদ এর স্ত্রীর নাম কি?
শারমিন সাজ্জাদ।
ইরফান সাজ্জাদ এর জন্মদিন কবে?
৫ জানুয়ারি।

0 Comments