Header Ads Widget

Responsive Advertisement

বেলাল খানের জীবনী | Biography of Belal Khan

 বেলাল খান। জীবনী, পরিবার, শিক্ষা ও কর্মজীবন।

বেলাল খান, বাংলাদেশ মিউজিক ভিডিওর জগতে যে কয়টি নাম সবার ওপরে আসে তাদের মধ্যে একটি হচ্ছে তিনি। গুণী এই ব্যক্তি একই সঙ্গে একজন সুরকার, গায়ক এবং সঙ্গীত সংযোজক। আমাদের আজকের আর্টিকেলে বেলাল খানের সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর মধ্যে থাকবে তার জীবনী, শিক্ষা, পরিবার, কর্মজীবন এবং অর্জিত পুরস্কার ও সম্মাননা। তাহলে দেরি না করে চলুন বেলাল খানের পরিচয় জেনে নেওয়া যাক।


বেলাল খানের জীবনী

তার জন্ম তারিখ সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তিনি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নালুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মাঝারি পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি পরিবারের সবার বড় ছেলে। পিতা-মাতার পাশাপাশি আরও এক ভাই এবং বোন রয়েছে তার পরিবারে। বেলাল খানের লেখাপড়া ও পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কে আর্টিকেল এর পরবর্তী অংশের আলোচনা করা হবে।

বেলাল খানের পরিবার

আগেই বলেছি বেলাল পরিবারের সবার বড়। তার পিতার নাম মোঃ লুৎফর রহমান খান এবং মায়ের নাম বেদনা রহমান। বেলালের আরও এক ভাই এবং এক বোন রয়েছে। তারা সকলেই প্রথমে গ্রামের বাড়িতে থাকতেন। তবে বেলালের এস্টাবলিশ এমন পরে পরে শহরের দিকে চলে আসেন। এছাড়াও বেলাল খান এর নিজস্ব পরিবারে তার স্ত্রী রয়েছে। ২০১৪ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রীর নাম মারিয়া খান। তাদের দুজনের সংসারে এখনো সন্তান নেই।

শিক্ষা

বেলাল এর প্রাথমিক শিক্ষা টাঙ্গাইলে সমাপ্ত হয়েছিল নিজ এলাকায়। তিনি তার প্রাথমিক এবং মাধ্যমিক লেখাপড়া শেষ করেছেন। এরপর 2001 সালে তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা সমাপ্ত করেন। উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে ভর্তি হন। তবে সেখানে তিনি তার লেখাপড়া শেষ করেননি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ সম্পন্ন করেন। এরপর বুলবুল ললিতকলা একাডেমী থেকে বেলাল তার প্রিয় সাবজেক্ট এবং পছন্দের সাবজেক্ট সঙ্গীত এর ওপর চার বছর মেয়াদী একটি কোর্স করেছেন। সংগীত সম্পর্কে বেশ আগে থেকে ধারণা থাকলেও এই কোর্সটি তাকে প্রফেশনাল লাইফের সহযোগিতা করেছে।

কর্মজীবন

বেলাল তার কর্মজীবন শুরু করেছিলেন ব্যাংকে চাকরির মাধ্যমে। কারণ আমরা আগেই বলেছি তিনি বিবিএ এবং এমবিএ কমপ্লিট করা একজন শিক্ষার্থী। তবে চাকরিতে তার মনোযোগ ছিল না। কারণ গানের প্রতি তার টানও ছিল বেশ। তিনি একসময় চাকরি ছেড়ে দেন এবং ‘প্রাচীর’ নামে একটি ব্যান্ড দল গঠন করেন। এই সময়ে তিনি বিভিন্ন স্থানে স্টেজ পারফরম্যান্স করতেন। তারপর বিশেষ সুযোগ পান মনির খান এবং বেবী নাজনীনের একক অ্যালবামের কাজ করার। তাদের প্রত্যেকের অ্যালবামেই বেলাল দুটি করে গানের সুর করেন যা বেশ জনপ্রিয় ছিল সে সময়। 

বেলালের সবচেয়ে জনপ্রিয় গান বলা যেতে পারে “পাগল তোর জন্য রে” গানটি কে।  2011 সালে তিনি গানটি সুর করেন এবং ন্যান্সির সঙ্গে গেয়েছে্ন।  এই গানটি তাকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তুলেছে। এরপর তিনি 2014 সালে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে ‘নিশিপক্ষী’ গানের সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বলা যেতে পারে এটি বেলাল খানের সঙ্গীত ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়। এখনো বেলাল খান সঙ্গীত নিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছেন এবং নিয়মিত নতুন নতুন গান উপহার দিচ্ছেন ভক্তদের।

পুরস্কার ও সম্মাননা

আপনারা ইতিমধ্যে জেনেছেন বেলাল খান তার সর্বোচ্চ পুরস্কার হিসেবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং প্রত্যাশিত পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সেটি 2014 সালে। তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন “নেকাব্বরের মহাপ্রয়াণে” চলচ্চিত্রে “নিশিপক্ষী” গানের সুরকার হিসেবে। এছাড়াও তিনি প্রচুর গান-ভক্ত মানুষের ভালোবাসা পেয়েছেন।

সোশ্যাল মিডিয়া

বেলাল খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় একটি নাম। তার ফেসবুকের ফলোয়ার সংখ্যা প্রায় 1.7 মিলিয়ন। এছাড়াও তিনি ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয়। সেখানেও তার ফলোয়ারের ছড়াছড়ি। নিচে তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া সাইটগুলোর লিংক দেওয়া হল। আপনিও চাইলে ফলো করতে পারেন।

https://www.youtube.com/channel/UCP7oE1ZVwMAHbh-CjmkatzA

https://www.facebook.com/BelalKhanOfficial

একজন বেলাল এর ভক্ত হিসেবে এবং তার সম্পর্কে তথ্য সংগ্রহ করে যতটুকু জানতে পেরেছি, তিনি ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়। তার ভক্তরা আশা করেন তিনি একদিন আরও বড় সংগীতশিল্পী হবেন। সেই সঙ্গে বাঙালি ডটকমের পক্ষ থেকেও তার জন্য এবং তার ভক্তদের জন্য শুভকামনা। আমরা ও প্রত্যাশা করি বেলাল একদিন বেশ বড় মানের একজন গায়ক হবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ এবং বাংলা গানকে উপস্থাপন করবে। অন্যান্য কণ্ঠশিল্পী এবং বিখ্যাত ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানতে বাঙালি ডটকম এর মূল পাতায় ঘুরে আসতে পারেন।

বেলাল খানের এর বাড়ি কোথায় ?

তার বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নালুয়া গ্রামে।

বেলাল খানের স্ত্রীর নাম কি?

তার স্ত্রীর নাম মারিয়া খান।

বেলাল খানের উচ্চতা কত?

তার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।

Post a Comment

0 Comments