Header Ads Widget

Responsive Advertisement

শবনম ফারিয়া জীবনী | Biography of Shabnam Faria

শবনম  ফারিয়া । জীবনী, নাটক, অভিনয় শিক্ষা -

বাংলাদেশের অভিনয় জগতের জনপ্রিয় একজন মডেল  অভিনেত্রীর নাম শবনম ফারিয়া। তিনি বাংলা নাটকে প্রধানত অভিনয় করে থাকেন। ২০১৮ সালে তার বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে দেবী চলচ্চিত্রের মাধ্যমে। দেবী চলচ্চিত্রে কাজের জন্য তিনি বাচসাস পুরস্কার পান শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। এই পোস্টে আমরা ফারিয়া পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব


শবনম
ফারিয়ার জীবনী

বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় অভিনেত্রী  মডেল ফারিয়া। ফারিয়ার পুরো নাম শবনম ফারিয়া তৃপ্তি। তিনি ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন ইস্টার্ন ইউনিভার্সিটিতে। বাংলাদেশের চাঁদপুর জেলায় তার পৈতৃক নিবাস। ফারিয়া এশিয়াটিক জে ডব্লিউটি ব্র্যান্ড ম্যানেজার হারুনুর রশীদ অপুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১৮ সালে। এশিয়াটিক জে ডব্লিউটি ব্র্যান্ড ম্যানেজার হারুনুর রশীদ অপুর সাথে ফারিয়ার বিবাহ বিচ্ছেদ ঘটে ২০২০ সালের ২৭ নভেম্বর। তার বাবা একজন ডাক্তার তার মা গৃহিনী শবনম ফারিয়া জন্মগ্রহণ করেন জানুয়ারি ১৯৯০ সালে অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ৩২ এর কাছাকাছি


শবনম ফারিয়ার কর্মজীবন

ফারিয়া মিডিয়া জগতে প্রবেশ করেন টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে। এরপর  তিনি অল টাইম দৌড়ের উপর নাটকে অভিনয়ের মাধ্যমে ২০১৩ সালে আত্মপ্রকাশ করেন। এছাড়া তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন এবং তাকে দেখা গেছে বিভিন্ন অভিনেতাদের সঙ্গে বিভিন্ন চরিত্রে। ফারিয়া নাটকে অভিনয় করে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি বিজ্ঞাপনগুলোর মাধ্যমে অনেক জনপ্রিয়তা লাভ করেন

শবনম ফারিয়ার অর্জিত পুরস্কার সম্মাননা

শবনম ফারিয়া দেবী চলচ্চিত্রের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার পান। তাছাড়া তিনি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে

শবনম ফারিয়ার বিখ্যাত নাটক

§                  অনুভবে: মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকের তার পাশাপাশি অভিনয় করেছেন আরফান নিশো

§                  অচেনা প্রেম: সজীব মাহমুদ পরিচালনায় এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন তাওসিফ মাহবুব

§                  জীবনের দিন রাত: চ্যানেল এফ থ্রি প্রকাশিত এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

§                  আমার গল্পের অসমাপ্ত অধ্যায়: প্রবীর রায় চৌধুরী পরিচালিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন আরফান নিশো

এছাড়া তিনি আরও অসংখ্য নাটক রয়েছে। তার অন্য জনপ্রিয় নাটক গুলোর মধ্যে রয়েছে বৃস্টিদের বাড়ী মিস্টার জেক্স, জরুরী বিবাহ, হানিমুন প্যাকেজ, বুক ভরা ভালবাসা। 

শবনম ফারিয়ার সোশ্যাল মিডিয়া

ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর অভিনেত্রী যার ফেসবুক ইনস্টাগ্রামে অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ২০ লাখের কাছাকাছি।তার ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা ৩০ লাখের কাছাকাছি। ফারিয়ার ফেসবুক ইনস্টাগ্রাম পেজটি  ভেরিফাইড

§                  https://instagram.com/sabnam_faria?utm_medium=copy_link

§                  https://www.facebook.com/FariaSabnamTripti

তিনি বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে ফারিয়া সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে

শবনম ফারিয়া এর উচ্চতা কত?

ফারিয়ার উচ্চতা .৬৫ মিটার

শবনম ফারিয়া ডিভোর্স

ফারিয়া এশিয়াটিক জে ডব্লিউটি ব্র্যান্ড ম্যানেজার হারুনুর রশীদ অপুর সাথে ফারিয়ার বিবাহ বিচ্ছেদ ঘটে ২০২০ সালের ২৭ নভেম্বর

শবনম ফারিয়া বিয়ে

ফারিয়া এশিয়াটিক জে ডব্লিউটি ব্র্যান্ড ম্যানেজার হারুনুর রশীদ অপুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১৮ সালে

Post a Comment

0 Comments