ফারহান আহমেদ জোভান। নাটক, জীবনী, পরিবার ও শিক্ষা ।
ফারহান আহমেদ জোভান বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। জোভান এই পর্যন্ত অনেক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি বর্তমানে বাংলাদেশের একজন পরিচিত মুখ। নাটক, বিজ্ঞাপন ও শর্ট ফিল্ম এ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জোভান। এই পোস্টে আমরা জোভানের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব।
ফারহান আহমেদ জোভান এর জীবনী
বাংলাদেশে দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন অভিনেতা জোভান। জোভান ঢাকা কমার্স কলেজে পড়াশোনা করেছেন। তিনি বিবিএ করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।
মিডিয়া জগতে প্রবেশ করতে থাকে অনেক লড়াই করতে হয়েছে। তার অভিনয় জীবন শুরু করেন রেদওয়ান রনি পরিচালিত বিশ্ববিদ্যালয় নাটকে অভিনয়ের মাধ্যমে। তারপর থেকে তিনি অনেক নাটক, শর্ট ফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। জোভান জন্মগ্রহণ করেন ১৯৮৪ সালে অর্থাৎ বলা যেতে পারে তার বয়স ৩৮ এর কাছাকাছি।
ফারহান আহমেদ জোভান এর পরিবার
জোভানের পরিবার সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। জোভানরা মোট দুই ভাইবোন। জোভান
তার পরিবার সম্পর্কে তেমন কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নি তাই জোভান এর পরিবার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
কর্মজীবন
জোভান আলোচনায় আসে ২০১৬ সালে অন্নো মামুন পরিচালিত রোমান্টিক চলচ্চিত্র ওস্টিটো এ অভিনয় করার মাধ্যমে। ২০১৬ সালের ৬ মে মুক্তি পায় রোমান্টিক চলচ্চিত্র ওস্টিটো। চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায় যারা এর সম্পাদন ও অভিনয়ের প্রশংসা করেছিলেন। তাছাড়া জোভান বেস্ট ফ্রেন্ড নামক ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে। জোভান নাটকের অভিনয় করার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন।
ফারহান আহমেদ জোভান এর নাটক
জোভান এই পর্যন্ত অধিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা।
§
বেস্ট ফ্রেন্ড: এনটিভি নাটক চ্যানেলে পরিবেশিত প্রবির রয় চৌধুরি পরিচালনায় এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেন মেহজাবিন চৌধুরী।
§
বেস্ট ফ্রেন্ড ২: প্রবির
রয় চৌধুরী পরিচালনায় এই নাটকে তার বিপরীতে অভিনয় করেন তানজিন তিশা।
§
বেস্ট ফ্রেন্ড ৩: সিডি
চয়েজ ড্রামা চ্যানেলে প্রকাশিত প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেন মেহজাবিন চৌধুরী।
§
দৌড়া বাজান: রাফাত আদনান পাপন পরিচালনায় ডেডলাইন এন্টারটেনমেন্টে পরিবেশিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।
জোভানের অভিনীত নাটকের মধ্যে শেষ মুহূর্তে, কাগজের প্লেন, ব্যাক টু দ্যা পয়েন্ট, লাভ ভার্সেস ক্রাশ, পাটনার, ক্লাসমেট, জাস্ট ফ্রেন্ড ও গো টু হেল ইত্যাদি আরও অধিক নাটকে অভিনয় করছেন তিনি। এছাড়া জোভান আরো অধিক নাটকে অভিনয় করে তিনি এখন বাংলাদেশের একজন পরিচিত মুখ।
পুরস্কার ও সম্মাননা
জোভান নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করার মাধ্যমে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশের একজন পরিচিত অভিনেতা। তিনি বিভিন্ন নাটকে অভিনয় করার মাধ্যমে অর্জিত পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তাছাড়া বিজ্ঞাপনে অভিনয় করার মাধ্যমে তিনি অনেক প্রশংসা ও পুরস্কার লাভ করেছেন। তাই তিনি এ পর্যন্ত অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।
সোশ্যাল মিডিয়া
জোভান এর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর অভিনেতা যার ফেসবুক ও ইনস্টাগ্রাম অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ১৭ লাখের উপরে এবং ইনস্টাগ্রামের
ফলোয়ার সংখ্যা ১০ লাখের কাছাকাছি। জোভানের ফেসবুক পেজটি
ভেরিফাইড।
§
https://www.facebook.com/farhanahmedofficialpage
§
https://instagram.com/farhanahmdjovan?utm_medium=copy_link
জোভান বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী। তাইতো দর্শকরা প্রত্যাশা করে জোভান সামনে আরও কাজ নিয়ে আসবে এবং দর্শকদের আরও ভালো কাজ উপহার দিবে।
ফারহান আহমেদ জোভান এর
বয়স কত?
৩৭ বছর (২০২১ সালে)
ফারহান আহমেদ জোভান এর
উচ্চতা কত?
৫ ফুট ৮ ইঞ্চি।
ফারহান আহমেদ জোভান এর
জন্মদিন কবে?
২৫
জানুয়ারি।

0 Comments